পারিবারিক কারণে শেষ দুই টেস্টে খেলা হচ্ছে না স্টোকসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচে খেলা হচ্ছে না বেন স্টোকসের। পারিবারিক কারণে তিনি পরবর্তী দুই টেস্ট থেকে ছিটকে গেছেন।
করোনাভাইরাসের সংক্রমণের ফলে লম্বা সময় বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। জুলাইয়ে ক্রিকেট মাঠে ফেরার পর ৪টি টেস্ট ম্যাচ খেলেছেন এই ইংলিশ অলরাউন্ডার।

নিয়মিত অধিনায়ক জো রুটের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্রথমবারের মতো নেতৃত্ব দিয়েছেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ না খেলেই নিউজিল্যান্ডে যেতে হচ্ছে তাঁকে।
স্টোকসের জন্ম নিউজিল্যান্ডেই। এই ইংলিশ অলরাউন্ডারের বাবা-মা এখনও নিউজিল্যান্ডেই থাকেন। রবিবার (৯ আগস্ট) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের বাকি দুই টেস্টে স্টোকসের না খেলার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইসিবি তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, 'পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই টেস্ট খেলা হচ্ছে না তার। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড, স্টোকস পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে অনুরোধ করছে তারা যেন এই মুহুর্তে তাদের পারিবারিক গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখে।'