promotional_ad

বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে আইপিএল বাধা?

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসরের কারণে বাঁধাগ্রস্ত হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র থেকে এমনটাই জানা গেছে। সুত্রটি আরো জানিয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ চূড়ান্ত করা হলেও


১৯ সেপ্টেম্বর আরব আমিরাতে শুরু হচ্ছে আইপিএলের আসর। এরপর ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে জনপ্রিয় এই টুর্নামেন্টেের। জানা গেছে আইপিএলের সঙ্গে যেন সাংঘর্ষিক না হয় এই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন করার পরিকল্পনা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 


promotional_ad

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এসএলসির সঙ্গে অনেকটা একমত বিসিবিও। আইপিএল চলাকালীন শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ কম থাকবে বলে নভেম্বরেই এটি আয়োজন করার পক্ষে তারা।


এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্মকর্তা বলেন, 'ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে বলতে হবে আইপিএল চলাকালীন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে খুব কমই আগ্রহ থাকবে সকলের। তবে যদি নভেম্বরে সিরিজটি শুরু হয় তাহলে এমনটা হবে না। কারণ সেসময় আইপিএল প্রায় শেষের পথে থাকবে।'  


প্রতি বছর আইপিএলের প্রভাব গোটা ক্রিকেট বিশ্বেই কম বেশি পড়ে। জনপ্রিয় এই টুর্নামেন্ট চলাকালীন পারতপক্ষে কোনো গুরুত্বপূর্ণ সিরিজ আয়োজন করতে ইচ্ছুক থাকে না ক্রিকেট বোর্ডগুলো। সেকারণে এসএলসিও চাইছে না নভেম্বরের আগে সিরিজ খেলতে।


বিসিবির সেই কর্মকর্তা বলেছেন, 'আপনি আইপিএলের অস্তিত্ব অস্বীকার করতে পারবেন না এবং পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি আইপিএল চলাকালীন অন্যান্য ক্রিকেটীয় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এবার প্রায় খালি মাঠে আইপিএল আয়োজন করা হবে বিধায় ব্রডকাস্টারদের চাহিদা অনেক বেশি। প্রত্যেকেই টিভি সত্ত্ব থেকে দাও মারার পাঁয়তারা কষছে।'


চলতি বছরের জুলাই-আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে করোনাভাইরাসের কারণে সিরিজটি স্থগিত করে বিসিবি। অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে দেয়ার ফলে সিরিজটি নিয়ে আবারও আলোচনায় বসে দুই দেশের ক্রিকেট বোর্ড। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball