promotional_ad

ফাওয়াদ আলমকে একাদশে চান ওয়াসিম আকরাম

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৯ সালে পাকিস্তানের জার্সিতে সর্বশেষ টেস্ট খেলা ফাওয়াদ আলমকে পুনরায় একাদশে দেখতে চান ওয়াসিম আকরাম। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাঁহাতি-ডানহাতি ব্যাটসম্যানের কম্বিনেশন ঠিক রাখার জন্য ফাওয়াদকে খেলানোর দাবি তুলেছেন কিংবদন্তী এই ক্রিকেটার। 


ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে দীর্ঘ দিন পর ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ। যদিও ম্যানচেস্টারে অনুষ্ঠিত প্রথম টেস্টের একাদশে সুযোগ মেলেনি তাঁর। তবে সাউদাম্পটনে ১৩ আগস্ট শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশে ফাওয়াদকে খেলাতে ইচ্ছুক ওয়াসিম আকরাম।


promotional_ad

একটি টিভি শোতে ফাওয়াদ প্রসঙ্গে আকরাম বলেন, ‘আগামী ম্যাচে, টার্নিং উইকেট হবে না। একজন স্পিনার নিয়ে নামতে হবে এবং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যাবে। দলে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন এবং ফাওয়াদ এমনই একজন। সে বাঁহাতি, এতে দলে ডানহাতি-বাঁহাতি একটা কম্বিনেশনও হবে।’


প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেই পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী ফাওয়াদ। ৫৬.৭৮ গড়ের (প্রথম শ্রেণীতে) অধিকারী এই ব্যাটসম্যানের সেঞ্চুরি রয়েছে ৩৪টি। তাই ফাওয়াদকে একাদশে না নেয়ার কারণ দেখছেন না ওয়াসিম আকরাম। 


নিজে অধিনায়ক থাকলে ঠিকই ফাওয়াদকে সুযোগ দিতেন একাদশে বলে জানিয়েছেন সুলতান অব সুইং খ্যাত আকরাম। তিনি বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৫৬, অভিষেকে সেঞ্চুরি আছে। তাই তাকে সুযোগ দেয়া উচিত। যদি আমি অধিনায়ক থাকতাম, মিডল অর্ডারে তাকে খেলাতাম।' 


পাকিস্তানের হয়ে ৩টি টেস্ট, ৩৮টি ওয়ানডে এবং ২৪ টি-টোয়েন্টি খেলেছেন ফাওয়াদ আলম। যেখানে ৪১.৬৬ গড়ে ২৫০ রান সংগ্রহ করেছেন তিনি। টেস্ট অভিষেকেইে ১৬৮ রানের ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বাঁহাতি।


ওয়ানডেতে ৪০.২৫ গড়ে ৯৬৬ রান রয়েছে তাঁর। এই ফরম্যাটে একটি সেঞ্চুরি এবং ৬টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফাওয়াদের সংগ্রহ ১৯৪ রান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball