promotional_ad

ডাবল সেঞ্চুরির পর দল থেকে বাদ কক্স

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


বব উইলিস ট্রফিতে আগের ম্যাচেই অপরাজিত ২৩৭ রানের ইনিংস খেলে সাসেক্সের বিপক্ষে কেন্টের জয়ের নায়ক হয়েছেন জর্ডান কক্স। তিনিই এবার পরের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন।


১৯ বছর বয়সী এই ক্রিকেটারের বাদ পরার কারণ, তিনি কোভিড-১৯ প্রটোকল ভেঙে ভক্তদের সঙ্গে ছবি তুলেছেন। এর ফলে জয়ের নায়ককে ছেঁটে ফেলতে বাধ্য হয়েছে কাউন্টির এই দলটি।


promotional_ad

সাসেক্সের বিপক্ষে জ্যাক ল্যানিংয়ের সাথে অবিচ্ছেদ্য জুটিতে জর্ডান কক্স যোগ করেন ৪২৩ রান। যখন কেন্ট তাদের প্রথম ইনিংস ঘোষণা করে তখন স্কোরবোর্ডে দলটির সংগ্রহ ছিল ৫৩০/১।


অল্পের জন্য তারা ছুঁতে পারেননি ১ উইকেট হারিয়ে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।  ১৯৭৭ সালে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের দল করাচী হোয়াইটস ১ উইকেট হারিয়ে সর্বোচ্চ ৫৬১ রান করেছিল।


ইতোমধ্যে কক্সকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এর ফলে মিডলসেক্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে খেলা হচ্ছে না তার। দলের সঙ্গে যোগ দেয়ার আগে তাঁকে কোভিড-১৯ নেগেটিভ প্রমাণিত হতে হবে।
 
কক্স দুঃখ প্রকাশ করে এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমি এর পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছি। আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। পরের ম্যাচের দল থেকে বাদ পড়ে আমি অনুভব করছি এবং দলকেও হতাশ করেছি। আমি খুব দুঃখিত যে এটি হয়েছে।’


কেন্টের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে কস্কের আইসোলেশনে যাওয়া ছাড়া বিকল্প নেই। কেন্ট ক্রিকেট ক্লাব পরিচালক পল ডাউনটন এ প্রসঙ্গে বলেন, ‘জর্ডানের জন্য দুর্ভাগ্য যে দুর্দান্ত পারফরম্যান্সের পরে আমাদের দলের মেডিকেল প্রোটকোল লঙ্ঘন করেছে। আমরা এই বিধিনিষেধ গুলো বেশ গুরুত্বের সাথে নিই আর জর্ডানের আইসোলেশনে যাওয়ার বিকল্প নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball