শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ধোঁয়াশায় বিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বাংলাদেশের এই সফরে একটি টেস্ট কমিয়ে তার পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে ইচ্ছুক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এসএলসির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি বলে জানান তিনি।

নিজাম উদ্দিন বলেন, 'আমরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রস্তাব পেয়েছি টেস্ট সিরিজের পাশাপাশি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার। তবে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি কখন এটা যুক্ত করা হবে। যদি সফরের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ যুক্ত করা হয়, তাহলে সেটা টেস্ট সিরিজের পরে নাকি আগে এই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি।'
বিসিবির সঙ্গে আলোচনার শুরু থেকেই নাকি একটি টেস্ট কম খেলতে আগ্রহ প্রকাশ করে আসছে এসএলসি। তবে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন হওয়ায় ম্যাচটি বাতিল করার ব্যাপারে তেমন আগ্রহী নয় বিসিবি।
এই প্রসঙ্গে নিজাম উদ্দিনের ভাষ্য, 'টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাবটি সবসময় এসএলসির কাছ থেকেই এসেছে। তবে আমরা এই ব্যাপারে কথা বলিনি। তারা তিনটি টেস্টের বদলে দুটি খেলতে চাইছে। কিন্তু আমরা একটি টেস্ট কম খেলতে রাজি হইনি।'