খেলার চাপের চেয়ে কোয়ারেন্টাইন ভালো: সৌম্য

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটের ব্যস্ত সূচির মাধ্যমে চলতি বছরটি পার করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু মহামারী করোনাভাইরাসের কারণে সবকিছুই যেন ওলট পালট হয়ে গেছে। একের পর এক সিরিজ স্থগিত হওয়ায় অনাকাঙ্ক্ষিত অবসরের ফাঁদে পড়েছেন ক্রিকেটাররা।
অবশেষে অপেক্ষার প্রহর ফুরাচ্ছে তাঁদের। কিছুদিন পরেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে মুমিনুক হকদের দল। সেই ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তামিম, মুশফিকরা। স্বাভাবিকভাবেই মাঠে নামার প্রতীক্ষাতে অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তাঁরা।

জাতীয় দলের ওপেনার সৌম্য সরকারও এর ব্যতিক্রন নন। প্রতীক্ষার অবসান হওয়ায় স্বস্তি ফিরে পাচ্ছেন তিনি। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে খেলার চাপ থাকলে কোয়ারেন্টাইন মেনে নিতে আপত্তি থাকতো না তাঁর বলেও ঠাট্টা করেছেন সৌম্য।
তিনি বলেন, 'অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো, শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে। শুধু খেলাটা ছিল না। বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকতো তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টাইনটা অনেক ভালো ছিল (হাসি)।
পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এক মাস আগেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এই একটি মাস অনুশীলনের মধ্যে থাকতে পারলে খুব একটা সমস্যা হবে না কারো বলে মনে করছেন সৌম্য।
তাঁর ভাষ্যমতে, 'প্রথম সব জিনিসই একটু অন্য রকম থাকে। আমার কাছে মনে হয় এক মাসে আগে যদি যাই, তাহলে দলে সবাই অনুশীলনের মধ্যে থাকবে। একটু বেশি হলেও ঐ যে বললাম নিরাপত্তার কারণে করতে হবে। এটাও টিম ওয়ার্ক হিসেবেই ধরতে হবে।'