আইপিএলের শুরুর ভাগে থাকছেন না স্মিথ-স্টোকসরা

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুর ভাগে থাকছেন না ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এই সময়ে সীমিত ওভারের ক্রিকেটে লড়বে দল দুটি।
অস্ট্রেলিয়া দলের ইংল্যান্ড সফর নিশ্চিত হয়েছে। ২৩ আগস্ট ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে অজিরা। সেখানে চারটি প্রস্তুতি ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি।

সেপ্টেম্বরের ৪,৬ ও ৮ তারিখে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১১, ১৩ ও ১৬ তারিখে। এই দুটি সিরিজের জন্য নির্ধারণ করা হয়েছে দুটি স্টেডিয়াম- সাউদাম্পটনের অ্যাজেস বোল ও ম্যানচেষ্টারের ওল্ড ট্রাফোড।
এদিকে আগামি ১৯ সেপ্টেম্বর আরব আমিরাতের মাটিতে শুরু হবে আইপিএলের এবারের আসর। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর নিশ্চিত হওয়ায় তাই জমকালো এই আসরটির শুরুর ভাগে খেলতে পারবেন না স্টিভ স্মিথ- বেন স্টোকসরা। সেই সময়ে আরব আমিরাতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন তারা।
চলতি বছরের ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের। কিন্তু করোনার প্রকোপের কারণে তখন তা স্থগিত করা হয়।