ফুটবল দলের কাছ থেকে শিক্ষা নিচ্ছে বিসিবি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১১ জন খেলোয়াড়ের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান গেমসের যোগ্যতা অর্জনকারী ম্যাচের জন্য জাতীয় দলের শিবির শুরু হয়েছিল ঢাকার গাজীপুরে। সেখানেই মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন ফুটবলারা।
জাতীয় ফুটবল দলের এই অবস্থা দেখার পর টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি)। আসন্ন শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করবে তারা। বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এই প্রসঙ্গে নিজাম উদ্দিন বলেন, ‘ভুল থেকে শেখার থাকে সব সময়ই। ওখানে (ফুটবলে) যে বিষয়গুলো সামনে এসেছে, সেগুলো আরও সতর্কভাবে আমাদের চিহ্নিত করতে হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে আবাসিক ক্যাম্প শুরুর আগে বাসায় থাকতেই একবার সবার টেস্ট করা হবে। যারা নেগেটিভ, তাদের আবাসিক ক্যাম্পে ডাকা হবে। ক্যাম্পে আরেকবার পরীক্ষা হবে।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও শেষ মুহূর্তে করোনা পরীক্ষার পক্ষপাতী নন। ক্রিকেটারদের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে একাধিকবার পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। এক্ষেত্রে শ্রীলঙ্কা সফরের প্রাথমিক ক্যাম্পে অধিক সংখ্যক ক্রিকেটারকে ডাকার কথা বলেন বিসিবির এই চিকিৎসক।
দেবাশীষ বলেন, ‘ফুটবলের ঘটনায় আমরা বুঝতে পারছি, আমাদের সময় নিয়ে একাধিক পরীক্ষা করাতে হবে। শেষ মুহূর্তে পরীক্ষা করে ফুটবলের মতো ১০-১২ জন পজিটিভ চলে এলে দলই গঠন করা যাবে না। এ কারণে একটু বেশি খেলোয়াড় প্রাথমিক দলে ডাকতে হবে। ফুটবল আমাদের ভালো শিক্ষা দিয়েছে, আশা করি এটা কাজে লাগবে।’