সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিন বৃষ্টির পেটে

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান সাউদাম্পটন টেস্টের তৃতীয় দিনও বৃষ্টির উৎপাত অব্যাহত ছিল। এদিন টানা বৃষ্টির কারণে পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার এই টেস্টে একটি বলও মাঠে গড়ায়নি। এর আগে ম্যাচের প্রথম দুই দিনও বিঘ্ন ঘটায় বৃষ্টি। ফলে সবমিলিয়ে খেলা হয়েছে মাত্র ৮৬ ওভার।
ব্যাটিংয়ে থাকা পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত করেছে নয় উইকেটে ২২৩ রান। চতুর্থ দিন ব্যাট হাতে ক্রিজে নামবেন দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং নাসিম শাহ। ১১৬ বল খেলে ৬০ রান সংগ্রহ করেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান রিজওয়ান। আর নাসিমের করেছেন এক রান।

দ্বিতীয় দিনের শুরুতে বাবর আজমও অবশ্য লড়াই চালিয়েছেন। কিন্তু পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ফিরেছেন ৪৭ রানে। তাঁকে ফেরান স্টুয়ার্ট ব্রড। এরপর ইয়াসির শাহকে (৫) ফেরান আরেক পেস মহারথী জেমস অ্যান্ডারসন। বাবরকে ফেরানোর পরে মোহাম্মদ আব্বাসকেও (২) ফিরিয়েছেন ব্রড। মাঝে রানআউট হয়েছেন শাহিন শাহ আফ্রিদি (০)।
যেটুকু সময় খেলা হয়েছে তার পুরোটাতেই দাপট দেখিয়েছেন ইংল্যান্ডের পেসাররা। যদিও মোহাম্মদ রিজওয়ানের লড়াকু মনোভাব অব্যাহত থাকায় এখনও অলআউট হয়নি পাকিস্তান। আগের দিন মাত্র ১২০ রান তুলতেই পাঁচ উইকেট হারায় সফরকারীরা।
দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ২২৩/৯ (৮৬ ওভার) (আবিদ ৬০, রিজওয়ান ৬০*, বাবর ৪৭; অ্যান্ডারসন ৩/৪৮, ব্রড ৩/৫৬)