ড্রয়ের পথে সাউদাম্পটন টেস্ট

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদাম্পটনে অনুষ্ঠিত পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি ড্রয়ের পথে রয়েছে। বৃষ্টির কারণে ম্যাচটির চতুর্থ দিন মাত্র ১০.২ ওভার খেলা হয়েছে। দিন শেষে প্রথম ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৭ রান। পঞ্চম দিন ব্যাট হাতে খেলা শুরু করবেন ডম সিবলি (২) এবং জ্যাক ক্রলি (৫)।
এর আগে টেস্টের প্রথম তৃতীয় দিনই তান্ডব চালিয়েছে বৃষ্টি। প্রথম দুই দিন খেলা কিছু সময় মাঠে গড়ালেও তৃতীয় দিনের পুরোটাই গেছে বৃষ্টির পেটে। এরপর চতুর্থ দিন ৯ উইকেটে ২২৩ রান নিয়ে খেলতে নেমে খুব বেশিদূর এগোতে পারেনি সফরকারী পাকিস্তান। স্কোরবোর্ডে আর মাত্র ১৩ রান যোগ করেই অলআউট হয় তারা।
উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে সাজঘরে ফেরানোর মাধ্যমে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৭২ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন রিজওয়ান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার আবিদ আলী। এছাড়া বাবর আজম ৪৭ এবং অধিনায়ক আজহার আলী ২০ রানের ইনিংস খেলেন।

বৃষ্টির উৎপাতের মাঝেও বল হাতে উজ্জ্বল ছিলেন ব্রড এবং জেমস অ্যান্ডারসন। ২৭.২ ওভার বোলিং করে মাত্র ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি। অপরদিকে অ্যান্ডারসন ২৭ ওভারে ৬০ রান খরচ করে ৩ উইকেট নেন। আর একটি করে উইকেট পান স্যাম কারান ও ক্রিস ওকস।
পাকিস্তানের এই রানের জবাবে নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে মাত্র এক রানের মাথায় ররি বার্নসের উইকেটটি হারায় ইংল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে এই ওপেনারকে আসাদ শফিকের হাতে ক্যাচ বানিয়ে ব্রেক থ্রু এনে দেন শাহিন শাহ আফ্রিদি। পরবর্তীতে স্বাগতিকদের ব্যাটিংয়ের হাল ধরেন সিবলি এবং ক্রলি। বৃষ্টির কারণে ৫ ওভার পর্যন্ত ব্যাটিং করার সুযোগ পান তারা।
সংক্ষিপ্ত স্কোরঃ (চতুর্থ দিন শেষে)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ২৩৬/১০ (৯১.২ ওভার) (রিজওয়ান ৭২, আবিদ ৬০; ব্রড ৪/৫৬, অ্যান্ডারসন ৩/৬০)
ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ৭/১ (৫ ওভার) ( ক্রলি ৫*, সিবলি ২*; শাহিন শাহ ১/৫, আব্বাস ০/২)