পাঁচ মাস পর ফিরেও জড়তা বিহীন তামিম ইকবাল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রায় পাঁচ মাস পর রবিবার (১৬ আগস্ট) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন তামিম ইকবাল। তবে দীর্ঘ বিরতির পর মাঠে নামলেও খুব একটা জড়তা কাজ করেনি তাঁর।
পাশাপাশি ফিটনেসের দিক থেকেও যথেষ্ট ভালো অবস্থানে আছেন জাতীয় দলের এই ওপেনার। সোমবার মিরপুরে অনুশীলন শেষে নিজেই এমনটা জানিয়েছেন তামিম। লম্বা বিরতি যে তাঁর আত্মবিশ্বাসে খুব একটা চিড় ধরাতে পারেনি সেটি তাঁর বক্তব্যেই বোঝা গেছে কিছুটা।

তামিম বলেছেন, 'প্রায় চার পাঁচ মাস পর অনুশীলন শুরু করলাম। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটা জড়তা থাকবে মনে করেছিলাম ততটা খারাপ অবস্থা না আশ্চর্যজনকভাবে আমার কাছে মনে হয়। ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে। আর ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে।'
তবে রোদের মধ্যে অনুশীলনের ক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে আরো কিছু সময় লাগবে বলে মনে করছেন তামিম। তাঁর ভাষ্যমতে, 'অবশ্য ট্রেড মিল বলেন কিংবা বাসায় যেসব করতাম সেগুলো রোদে কিংবা মাঠে করাটা একটু ভিন্ন। সেটা মানিয়ে নিতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। এর মধ্যে হয়তো আরেকটু ভালো থাকতে পারবো। যেভাবে নিয়ম মেনে সবকিছু আমরা করছি এতে আমার কাছে সবই ইতিবাচক লাগছে।'
এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই তিন ম্যাচের টেস্ট খেলতে দেশ ছাড়বে মুমিনুল হকদের দল। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রতীক্ষায় থাকা তামিম বলেছেন, 'আশা করি আমরা এভাবে এগোতে থাকবো। আর এখন যেহেতু আমরা জানি যে আমাদের খেলা শুরুর একটা তারিখ আছে, জানি যে খেলা কখন শুরু হবে তাই সবার নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে টেস্টে খেলার জন্য।'