মানসিক স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় ফিঞ্চ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই বেশ কিছু সুরক্ষা নীতি মেনে মাঠে ফেরানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ইংল্যান্ড তাদের ঘরের মাঠে দুটি সিরিজ প্রায় শেষ করে ফেলেছে। চলতি মাসের শেষের দিকে সীমিত ওভারের সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডে পা রেখে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকতে হবে অজি ক্রিকেটারদের। সেই সঙ্গে বেশ কয়েকবার করাতে হবে করোনা পরীক্ষা। সিরিজ চলাকালীন কেউ সুরক্ষা বলয় থেকে বের হতে পারবেন না। এটাকে মানসিক চাপ বলে মনে করছেন সীমিত ওভারের অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হয়তো আরও কয়েক মাস এই সুরক্ষা নীতি মেনে চলতে হবে। ক্রিকেটারদের হোটেল আটকা থাকতে হবে কয়েক সপ্তাহ কিংবা এক মাস থেকে একাধিক মাস। মানসিক দিক থেকে এভাবে হোটেল আবদ্ধ থাকা কঠিন। ক্রিকেট চলাকালীন এই মানসিক স্বাস্থ্যের দিকে তাই খেয়াল রাখতে হবে।’
সুরক্ষা বলয়ের নিয়ম ভেঙে এরই মধ্যে সতর্কবার্তা পেয়েছেন জফরা আর্চার এবং সরফরাজ আহমেদ। খেলা চালিয়ে যেতে হলে এই নিয়ম মেনে চলার বিকল্প দেখছেন না অজি অধিনায়ক। তিনি মনে করেন, এই নিয়ম না মানলে খেলা ছেড়ে ঘরে বসে থাকতে হবে।
ফিঞ্চ বলেন, ‘মনে রাখতে হবে, করোনাকালে বৈশ্বিক খেলাধুলার খোলা দুয়ার ধরে রাখতে আমাদের সহায়তা করে যেতে হবে। সবকিছু ঠিকঠাক মানতে এর চেয়ে বেশি উৎসাহের দরকার পড়ে না। আমরা যদি নিয়ম ভঙ্গ করে, দিন শেষে আমাদের চাকরি বন্ধ করে ঘরে বসে থাকতে হবে। আমাদের এই খেলার সুযোগ করে দিতে, অসংখ্য মানুষের অনেক সময় ও ত্যাগ আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৯ সেপ্টেম্বর। ওয়ানডে সিরিজ ১১ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৬ সেপ্টেম্বর।