শ্রীলঙ্কা সফরেই মাইলফলক স্পর্শ করবেন মিরাজ?

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সবকিছু ঠিক থাকলে অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের আগে দারুণ একটি মাইফলকের সামনে রয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
তিন ম্যাচ মিলিয়ে মাত্র ১০ উইকেট শিকার করতে পারলেই চতুর্থ বাংলাদেশী বোলার হিসেবে একশত টেস্ট উইকেটের মালিক হবেন ২২ বছর বয়সী মিরাজ। এখন পর্যন্ত ২২ টেস্টে ৩৩.১২ গড়ে মিরাজের শিকার ৯০ উইকেট।

টাইগার এই অফ স্পিনারের সামনে রয়েছেন মোহাম্মদ রফিক, তাইজুল ইসলাম এবং সাকিব আল হাসান। ৩৩ টেস্টে একশত উইকেট নিয়ে তিন নম্বরে থাকা রফিককেও আসন্ন সিরিজে টপকে যাওয়ার সুযোগ থাকছে মিরাজের।
তালিকার শীর্ষে থাকা সাকিব অবশ্য রয়েছেন অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। ৫৬ টেস্টে ৩১.১২ গড়ে ২১০ উইকেট শিকার করেছেন তিনি। আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কা সফরে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর।
সাকিবের পর দ্বিতীয় স্থানে আছেন তাইজুল। ২৯ টেস্টে ৩৩.১৭ গড়ে ১১৪ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। এছাড়াও তালিকার পাঁচ নম্বরে আছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৪১.৫২ গড়ে ৩৬ টেস্টে ৭৮ উইকেট পেয়েছেন তিনি।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে এখনও টেস্ট স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও মিরাজকে নিয়েই স্কোয়াড সাজানোর অধিক সম্ভাবনা রয়েছে নির্বাচকদের। তবে সিরিজের একাদশে তিনি থাকবেন কিনা সেটি নিশ্চিত নয়। একাদশে সুযোগ না পেলে মাইলফলকের জন্য অপেক্ষা আরো বাড়তে পারে তাঁর।