promotional_ad

১২ হাজারি ক্লাবে পা রাখার অপেক্ষায় মুশফিক

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সিরিজে মাঠে নামার আগে একটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন মুশফিকুর রহিম। তিন ম্যাচ টেস্ট সিরিজে ১৩১ রান করতে পারলেই দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করবেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। 


এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচে ৩৩.৫২ গড়ে ১১ হাজার ৮৬৯ রান সংগ্রহ করেছেন মুশফিক। যেখানে তাঁর রয়েছে ১৪টি সেঞ্চুরি এবং ৬৪টি হাফসেঞ্চুরি। তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ওপেনার তামিম ইকবাল। 


promotional_ad

৩৪১ ম্যাচে ৩৫.১১ গড়ে ১৩ হাজার ৩০৮ রান সংগ্রহ করেছেন তামিম। তাঁর রয়েছে ২৩টি সেঞ্চুরি এবং ৮১টি হাফসেঞ্চুরি। তালিকার তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। 


আইসিসির নিষেধাজ্ঞা পাওয়া সাকিব তিন ফরম্যাট মিলিয়ে ৩৩৮টি ম্যাচে ৩৫.৫০ গড়ে ১১ হাজার ৭৫২ রান সংগ্রহ করেছেন। আসন্ন টেস্ট সিরিজে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। সাকিবের রয়েছে ১৪টি সেঞ্চুরি এবং ৮০টি হাফসেঞ্চুরি।


চার নম্বরে থাকা মাহমুদউল্লাহ ৩২৪টি আন্তর্জাতিক ম্যাচে ৮ হাজার ৩০৯ রান করেছেন। যেখানে তাঁর ব্যাটিং গড় ৩০.৮৮। ৭টি সেঞ্চুরি এবং ৪১টি হাফসেঞ্চুরির মালিক মাহমুদউল্লাহ। 


জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুল ২৫৯টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। ২২.৭৯ গড়ে ৬ হাজার ৬৫৫ রান সংগ্রহ করা এই ব্যাটসম্যানের রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ৩০টি হাফসেঞ্চুরি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball