শ্রীলঙ্কায় একই ব্যবস্থার অধীনে থাকবে জাতীয় দল এবং এইচপি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ তারিখ শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বেন মুমিনুল এন্ড কোং। জাতীয় দলের সঙ্গে লঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটও। মূলত জাতীয় দলের অনুশীলনে সাহায্য এবং জাতীয় দলের সঙ্গে ম্যাচ খেলতে লঙ্কায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে এইচপি দলটিকে।
শ্রীলংকায় জাতীয় দলের সঙ্গে একই হোটেলে অবস্থান করবে এইচপি দল। একই ব্যবস্থার অধীনে থাকবে দুই দলই। বৃহস্পতিবার (২০ আগস্ট) সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়।

দুর্জয় বলেন, 'একই সঙ্গে হোটেলে থাকবে, যেহেতু অকসঙ্গে অনুশীলন করবে। জাতীয় দলের সাথে এইচপির প্রস্তুতি ম্যাচ হবে। এখান থেকেই আমরা এই আয়োজন করে নিচ্ছি, একই হোটেলে থাকবে, একই সুযোগ সুবিধা পাবে।'
এ সময় সিরিজ চূড়ান্ত হলেও এখন পর্যন্ত ক্রিকেটারদের থাকার ব্যবস্থা এবং ভেন্যু চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
দুর্জয় বলেন, 'এখনো অ্যাকোমডেশন ও ভেন্যু চূড়ান্ত হয়নি। প্রাথমিক যে আলাপ আলোচনা হচ্ছে তাতে জাতীয় দল ও এইচপি একই আয়োজনে থাকবে। কারণ এটা শুধু আমাদের ইচ্ছের ব্যাপার না, ওদেরও প্রোটোকলের ব্যাপার আছে শ্রীলঙ্কার। ওইভাবে আয়োজন করবে।'
'পরে বাংলাদেশ দল যখন টেস্ট সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কান বোর্ডের সাপোর্টে চলে যাবে তখন আমরাও আমাদের যে রেচিপ্রোকাল প্রোগ্রাম আছে, এইচপি এইচপির মত আলাদা হয়ে যাবে। কারণ জাতীয় দল ও এইচপি দুটোতেই পূর্ণ স্কোয়াড থাকবে। এইচপির যে ২৪-২৫ বা ২৬ জনের যে স্কোয়াড হয় ঐ পুরো স্কোয়াডটাই যাবে। কিন্তু সিরিজ যখন আমরা খেলি তখন তো পুরো স্কোয়াড থাকেনা। তো বাকিরা এমনিতেই ফেরত চলে আসবে।'