দুই ভেন্যুতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৪ অক্টোবর তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে সিরিজটির ভেন্যু নির্ধারণ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
সবকিছু ঠিক থাকলে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে কান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় টেস্টটিও অনুষ্ঠিত হবে একই মাঠে। তবে শেষ ম্যাচটির ভেন্যু হিসেবে কলম্বোকে বাছাই করেছে এসএলসি।

এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সিরিজ চলাকালীন বাড়তি সতর্কতা অবলম্বন করবে এসএলসি বলে নিশ্চিত করেছে একটি সূত্র। ক্রিকেটাররা যেন এই মরণঘাতী ভাইরাসে সংক্রমণ না হন সেদিকে লক্ষ্য রাখবে তারা।
আর এর জন্য নিয়মিতভাবে সফরকারী ক্রিকেটারদের কভিড-১৯ পরীক্ষা করানো হবে। বাংলাদেশে ফেরার আগে কোনো ক্রিকেটার করোনায় আক্রান্ত হলে তাঁকে কলম্বোতেই থাকতে হবে কিছুদিন।
এই প্রসঙ্গে সূত্রটি জানিয়েছে, 'সিরিজ চলাকালীন, সফরকারী দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের নিয়মিত কভিড ১৯ পরীক্ষা করা হবে এবং ফেরার আগে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আরেকটি চূড়ান্ত পরীক্ষা করা হবে। যদি কেউ শেষ পরীক্ষাতে পজিটিভ হয় তাহলে তাঁকে কলম্বোতে থাকতে হবে।'