promotional_ad

মাঠে ফিরেই মাইলফলকের মুখোমুখি হবেন সাকিব

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া সাকিব আল হাসান মুক্ত হচ্ছেন আগামী ২৯ অক্টোবর। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ থাকছে তাঁর সামনে।


লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসেই দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। কান্ডিতে প্রথম টেস্ট শুরু হবে ২৪ অক্টোবর। সেক্ষেত্রে প্রথম ম্যাচে না খেললেও একই মাঠে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে ঠিকই খেলার জোর সম্ভাবনা রয়েছে টাইগার অলরাউন্ডার।


promotional_ad

শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে পারলে একটি মাইলফলক স্পর্শ করারও সুযোগ থাকছে সাকিবের সামন। ব্যাট হাতে ১৩৮ রান করতে পারলেই দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে চার হাজার রান পূর্ণ করবেন তিনি। 


এখন পর্যন্ত ৫৬ টেস্টে ৩৯.৪০ গড়ে ৩ হাজার ৮৬২ রান সংগ্রহ করেছেন সাকিব। যেখানে তাঁর রয়েছে ৫টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরি। সাকিবের আগে এই মাইলফলকে পা রেখেছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।


টাইগার ওপেনার তামিম ৬০ টেস্টে ৩৮.৬৪ গড়ে ৪ হাজার ৪০৫ রান সংগ্রহ করেছেন। তাঁর রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ২৭টি হাফসেঞ্চুরি। টেস্টে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান তিনি।


তালিকার শীর্ষে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকের সংগ্রহ ৭০ টেস্টে ৩৬.৭৭ গড়ে ৪ হাজার ৪১৩ রান। দেশের হয়ে ৭টি সেঞ্চুরি এবং ২১টি হাফসেঞ্চুরি করেছেন তিনি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তলিকায় চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে হাবিবুল বাশার ও মুমিনুল হক।


সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক বাশার ৫০ টেস্টে ৩০.৮৭ গড়ে ৩ হাজার ২৬ রান করেছেন। ৩টি সেঞ্চুরি এবং ২৪টি হাফসেঞ্চুরির মালিক তিনি। আর বর্তমান টেস্ট দলপতি মুমিনুলের সংগ্রহ ৪০ টেস্টে ২ হাজার ৮৬০ রান। ৪০.৮৫ ব্যাটিং গড়ের মালিকের সেঞ্চুরি আছে ৯টি এবং হাফসেঞ্চুরি ১৩টি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball