promotional_ad

শ্রীলঙ্কা সফরে বিপুল অর্থ খরচ করতে হবে বিসিবিকে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সিরিজে বড় ধরণের আর্থিক খরচের সম্মুখীন হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। একটি সূত্র থেকে জানা গেছে সফরটি সফলভাবে শেষ করতে চার থেকে পাঁচ কোটি টাকা ব্যয় হতে পারে বিসিবির। 


কলম্বোতে পাঁচ তারকা হোটেলে থাকার জন্য প্রত্যেক ক্রিকেটারের পেছনে প্রতিদিন ১৫০ ডলার গুণতে হবে বিসিবিকে। এছাড়াও ৭০ জনের একটি কক্ষের জন্য ১০ হাজার ৫০০ ডলার খরচ করতে হবে বোর্ডকে। 


promotional_ad

সেক্ষেত্রে সবমিলিয়ে ২১ দিন অনুশীলন পর্ব চলাকালে ২ লাখ ২০ হাজার ৫০০ ডলার ব্যয় করতে হবে বোর্ডকে। বাংলাদেশী মুদ্রায় যার মূল্য ১ কোটি ৮৩ লাখ টাকা। তার উপর ক্রিকেটার এবং কোচিং স্টাফদের যাতায়াত এবং করোনা পরীক্ষার খরচ তো থাকছেই। যদিও বিসিবি চাইছে খরচ যতটা সম্ভব কমিয়ে আনতে। 


তবে মাত্র তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য এত অর্থ খরচ করার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছেই। অবশ্য করোনাভাইরাসের এই সঙ্কটপূর্ণ পরিস্থিতিতে ক্রিকেট ফেরাতে অনেকটাই মরিয়া বিসিবি। আর সেকারণে অধিক খরচ করেও সিরিজ আয়োজন করতে পিছপা হতে চাইছে না তারা। 


করোনাকালে ক্রিকেট ফেরানোর জন্য কিছুদিন আগে বিপুল খরচ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদানের জন্য সবরকম ব্যবস্থা করে তারা। জৈব সুরক্ষিত পরিবেশ সৃষ্টির জন্য যথেষ্ট অর্থ ব্যয় করতে হয় তাদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball