শ্রীলঙ্কা সফরের আগে নতুন ব্যাটিং কোচ?

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শ্রীলঙ্কা সফরের আগেই বাংলাদেশ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন নিল ম্যাকেঞ্জি। তাই লঙ্কানদের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগ দেয়ার তোরজোড় করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মধ্যে বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। শ্রীলঙ্কা সফর শেষে আগামী বছরের জানুয়ারিতে আবার টেস্ট খেলবে বাংলাদেশ। সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে একজন ভালো কোচ নিয়োগ দেয়ার পরিকল্পনা রয়েছে বোর্ডের।

নিজাম উদ্দিন বলেছেন, 'যেহেতু শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হচ্ছে তাই আমাদের একজন ব্যাটিং কোচের দরকার। আগামী জানুয়ারিতে আমরা আবার লাল বলের ক্রিকেট খেলবো। এরপর আমাদের পূর্ণ সময়ের জন্য একজন কোচ লাগবে।'
সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান ম্যাকেঞ্জি বিদায় নিলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিসিবির সঙ্গে চুক্তি নিস্পত্তি হয়নি তাঁর। সেকারণে এখনই নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দিতে চাইছে না বোর্ড। কিছুদিনের মধ্যেই সকল আনুষ্ঠানিক??া সম্পন্ন হবে বলে আশা করছেন নিজাম উদ্দিন।
তিনি বলেন, 'ম্যাকেঞ্জি এই পরিস্থিতিতে তার পরিবারের সঙ্গে থাকতে চেয়েছে। ম্যাকেঞ্জিকে আনা হয়েছিল সাদা বলের জন্য। কভিড-১৯ এর আগে সে লাল বলেও কাজ করতে রাজি হয়েছিল। সম্ভবত সে আমাদের সঙ্গে থাকবে না। তার সঙ্গে সবকিছু চূড়ান্তভাবে শেষ হওয়ার পর শীঘ্রই আমরা একটি সংবাদ বিজ্ঞপ্তি দিব কোচের ব্যাপারে।'