promotional_ad

ক্রলিকে তিন সংস্করণের ক্রিকেটে চান সৌরভ

ফাইল ফটো
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদাম্পটন টেস্টে দারুণ এক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জ্যাক ক্রলি। ২২ বছর বয়সী এই তরুণের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ক্রলিকে তিন ফরম্যাটেই দেখতে চান সৌরভ।


টেস্টে তিন নম্বরে কে ব্যাটিং করবেন- সেটা নিয়ে লম্বা সময় ধরে সংশয়ে ছিল ইংল্যান্ড। যদিও ক্রলির ইনিংসে মিলে গেল উত্তর। 


promotional_ad

পাকিস্তানের বিপক্ষে ক্রলির ইনিংস চলাকালে টুইটারে সৌরভ লেখেন, 'তিন নম্বরে বেশ দারুণ একজনকে পেয়েছে ইংল্যান্ড, সেটা হচ্ছে ক্রলি! একজন ক্লাস ক্রিকেটারকে দেখছি। আশা করছি সব সংস্করণের ক্রিকেটেই তাঁকে দেখব।'


ম্যাচের প্রথম দিনই ডাবল সেঞ্চুরির ইঙ্গিত দিচ্ছিলেন জ্যাক ক্রলি। সেটা করেও দেখালেন তিনি। সাউদাম্পটনে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরি বানিয়ে এগিয়ে গেলেন ট্রিপল সেঞ্চুরির দিকে।


শেষ পর্যন্ত থেমেছেন ২৬৭ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে আট উইকেটে ৫৮৩ রান। আসাদ শফিকের বলে ফিরে যাওয়ার আগে ক্রলি খেলেন ৩৯৩ বল, চার হাঁকান ৩৪টি। অসাধারণ ইনিংসে ছিল একটি ছয়ের মারও। 


সঙ্গী জস বাটলারকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড ৩৫৯ রান তোলেন ক্রলি। প্রথম দিন সেঞ্চুরির পথে থাকা বাটলার এদিন সেঞ্চুরি তুলে নিতে কোনও ভুল করেননি। তাঁর ব্যাটে আসে ১৩ চার ও দুই ছক্কায় ১৫২ রান।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball