promotional_ad

শ্রীলঙ্কা সিরিজকে পাখির চোখ করছেন রুবেল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে নিজের লক্ষ্যমাত্রা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন। টেস্টের একাদশে সুযোগ পেলে নিজের সর্বোচ্চ দিয়ে ভালো খেলতে ইচ্ছুক ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। 


করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেশ কিছুদিন নিজ এলাকা বাগেরহাটে অনুশীলন কার্যক্রম চালিয়েছেন রুবেল। তবে সম্প্রতি ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। 


promotional_ad

সেখানেই আজ অনুশীলন শেষে রুবেল জানিয়েছেন লঙ্কা যাত্রার আগে নিজের মনোভাবের কথা। টেস্ট সিরিজটিকে পাখির চোখ করে ডানহাতি এই পেসার বলেছেন, 'মূলত আমার নজর শ্রীলঙ্কা সিরিজ। ঐ সিরিজে আমার লক্ষ্য থাকবে দলে সুযোগ পাওয়া, আর সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো। আর আমি সেই অনুযায়ী অনুশীলন করছি।'


শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে ফিটনেস এবং বোলিংয়ের স্কিল নিয়ে পুরোদমে কাজ করছেন রুবেল। এই প্রসঙ্গে তিনি বলেন, 'বোলিং বলেন আরও কীভাবে স্কিল বাড়ানো যায় এটা নিয়ে কাজ করছি। মূল নজর শ্রীলঙ্কা সিরিজ।' 


আসন্ন সিরিজটি ভালোভাবেই সম্পন্ন হবে বলে আশাবাদী রুবেল। মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা পেসারের ভাষায়, 'আপনারা জানেন যে ইংল্যান্ডে খেলা শুরু হয়েছে, পাকিস্তানও খেলছে তাদের সাথে। শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের সিরিজটি আশাবাদী যে খুব সুন্দরভাবে হবে বলে আশাবাদী আমি।'  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball