promotional_ad

অ্যান্ডারসনকে মুশফিকের অভিনন্দন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সাউদাম্পটন টেস্টে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। 


দারুণ এই মাইলফলকে পা রাখার পর গোটা ক্রিকেট বিশ্বেরই বন্দনা পাচ্ছেন ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন। এই তালিকায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি বার্তায় ডানহাতি পেসারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। 


promotional_ad

একটি টুইট বার্তায় মুশফিক লিখেছেন, 'নিঃসন্দেহে সে আধুনিক যুগের অন্যতম গ্রেট ক্রিকেটার। অনেক অভিনন্দন জেমস অ্যান্ডারসনকে, টেস্ট ক্রিকেটর ইতিহাসে প্রথম ৬০০ উইকেট শিকারি পেসার।' 


টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার হিসেবে আগেই নাম লিখিয়েছেন অ্যান্ডারসন। এবার নতুন করে আরেকটি মাইলফলকে পৌঁছে গেলেন তিনি। এই তালিকার দ্বিতীয়তে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী পেসার গ্লেন ম্যাকগ্রা। ১২৪ টেস্টে ২১.৬৪ গড়ে ৫৬৩ উইকেট শিকার করেন তিনি।


এরপর তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন যথাক্রমে কোর্টনি ওয়ালশ, স্টুয়ার্ট ব্রড ও ডেল স্টেইন। ১৩২ টেস্টে ২৪.৪৪ গড়ে ৫১৯ উইকেট নেন সাবেক ক্যারিবিয়ান পেসার ওয়ালশ। এছাড়া ১৪৩ টেস্টে ২৭.৬৫ গড়ে ৫১৪ উইকেট পান অ্যান্ডারসনের সতীর্থ ব্রড। আর প্রোটিয়া পেসার স্টেইন ৯৩ ম্যাচে ২২.৯৫ গড়ে ৪৩৯ উইকেট শিকার করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball