বৃষ্টিতে বিফলে গেল ব্যান্টনের বিধ্বংসী ইনিংস

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কারণে ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন পাকিস্তান নবনিযুক্ত অধিনায়ক বাবর আজম।
এরপর খেলতে নেমে ব্যাটিং কারিশমা দেখিয়েছেন ওপেনার টম ব্যান্টন। ২১ বছর বয়সী এই তরুণ ৫টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে মাত্র ৪২ বলে ক্যারিয়ার সেরা ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

ব্যান্টনের এই বিধ্বংসী ইনিংসের কল্যাণে মাত্র ১৬.১ ওভারে ৬ উইকেটে ১৩১ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। কিন্তু এরপরই শুরু হয় বৃষ্টির উৎপাত। দীর্ঘ সময় পরও বৃষ্টি না কমায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্তের খাতায় ফেলতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা।
এদিন ব্যান্টন ছাড়া অবশ্য আর কোনো ইংলিশ ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেছেন ডেভিড মালান। আর অধিনায়ক ইয়ন মরগানের ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৪ রান।
পাকিস্তানের পক্ষে বল হাতে ২টি করে উইকেট শিকার করেন ইমাদ ওয়াসিম এবং সাদাব খান। আর একটি উইকেট নেন ইফতিখার হামিদ। ৩০ আগস্ট তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দুই দল।
এরপর এক সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাবর আজম এবং ইয়ন মরগানরা। এই ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ ১-০ তে জিতেছিল স্বাগতিক ইংল্যান্ড।