promotional_ad

তিন ফরম্যাটেই কাজ করতে আগ্রহী ম্যাকমিলান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আগামী মাসেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। টাইগারদের সঙ্গে কাজ শুরু করার আগে নিজের প্রাথমিক লক্ষ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ব্যাটসম্যান।


সাবেক এই ব্যাটসম্যান টাইগারদের সাথে সব ফরম্যাটে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি দৈনিক ডেইলি স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই কোচ। সাদা পোশাকের ক্রিকেটের জন্য তাকে নেয়া হলেও রঙ্গিং পোশাকেও জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিং পরামর্শক হতে চান তিনি।


promotional_ad

ম্যাকমিলান বলেন, 'আমি দুটি বিশ্বকাপ ফাইনাল সহ তিনটি ফর্ম্যাটে নিউজিল্যান্ডের দলের সাথে পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছি। সুতরাং, বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব।'


সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি পারিবারিক কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। ফলে বোর্ড ম্যাকেঞ্জির স্থলাভিষিক্ত করা হয় ম্যাকমিলানকে।


২০১৯ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ৪৩ বছর বয়সী ম্যাকমিলান। তাঁর তত্ত্বাবধানে ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের ফাইনালে খেলেছে নিউজিল্যান্ড। কোচ হিসেবে অভিজ্ঞতার বিচারে খুব একটা পিছিয়ে নেই তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball