সাকিবের জন্য পুরোদমে প্রস্তুত বিকেএসপি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব আল হাসান। এর কয়েকদিন পরেই নিজেকে পুরোদমে প্রস্তুত করতে বিকেএসপির মাঠে অনুশীলন শুরু করবেন তিনি। বিশ্বের সেরা এই অলরাউন্ডারকে পূর্ণ সহযোগিতা প্রদান করতে প্রস্তুত দেশের ক্রিকেটের আঁতুড়ঘর হিসেবে পরিচিত বিকেএসপি। প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাশিদুল হাসান দৈনিক মানবজমিনকে এমনটাই নিশ্চিত করেছেন।
এই বিএকেএসপিতেই হাতে খড়ি হয় সাকিবের। ছোটবেলা থেকে এখানাকারই ছাত্র ছিলেন তিনি। পুরনো সেই পীঠস্থানে আবারো ফেরার অপেক্ষায় রয়েছেন টাইগার এই অলরাউন্ডার। আর এবার পরিপূর্ণ একজন তারকা হিসেবেই বিকেএসপিতে ফিরছেন সাকিব।

সাকিবকে সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিকেএসপি উল্লেখ করে রাশীদুল হাসান বলেন, ‘সাকিব আল হাসান অনেক দিন খেলায় ছিলেন না। তিনি আমাদের জানিয়েছেন এখানে অনুশীলন করতে চান। তার পুরনো কোচরাও আছেন। আর বিকেএসপি করোনার সময়টাতে সবচেয়ে নিরাপদ। এখানে বাইরের কেউ প্রবেশ করতে পারে না। আমরাও চেয়েছি আমাদের প্রতিষ্ঠানের ছাত্র এখান থেকেই আবার নিজেকে সাজিয়ে ক্রিকেটে ফিরে আসুক। সেজন্যই বিকেএসপি তাকে সব রকম সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।’
দেশের অন্যতম ব্যস্ত ক্রিকেটার হিসেবে পরিচিত সাকিব এর আগে বিকেএসপিতে খুব একটা আসার সময় পাননি। তবে এবার নিজেই পুরনো প্রতিষ্ঠানে অনুশীলনের আগ্রহ দেখিয়েছেন সাকিব। এই সুযোগে বিশ্বের সেরা এই অলরাউন্ডারের কাছ থেকে বিকেএসপির উন্নয়নের ব্যাপারে পরামর্শ নেয়া হবে বলে জানান রাশীদুল হাসান।
তিনি বলেন, ‘সাকিবের দেশে ও বাইরে খেলা থাকায় অতীতে বিকেএসপিতে তেমন সময় দিতে পারেনি। এবার তাকে আমরা পাচ্ছি। এখানকার সার্বিক উন্নয়নে কি করলে ভালো হয় সে মতামত আমরা তার কাছ থেকে নেবো। এ ছাড়াও তার জীবনে সাফল্যের গল্প যেন এখনকার ক্রিকেটাররা শুনতে পারে সে চিন্তা আমাদের অনেক দিনের। শুধু সাফল্য নয়, যে ভুলটা হয়েছে সেটি যেন বিকেএসপির এই প্রজন্মের ক্রিকেটাররা শুনে শিক্ষা নিতে পারে সেটি আমরা চাই। আমরা চেষ্টা করবো একটি সেমিনার আয়োজনের। যদি তার থাকার সময়টাতে বিকেএসপির শিক্ষার্থীরা চলে আসে তাহলে এমন কিছু আয়োজন করার চেষ্টা করবো।’
আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। ২৯ অক্টোবর আইসিসির আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে তাঁর। লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেন তিনি।