কোহলিকে টপকে গেলেন বাবর

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলারদের ব্যার্থতার কারণে ইংল্যান্ডকে রান পাহাড়ে চেপে ধরেও শেষ পর্যন্ত ৫ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। বোলাররা হতাশ করলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন অধিনায়ক বাবর আজম। দুর্দান্ত এক অর্ধশতকের ইনিংস খেলার সঙ্গে সঙ্গে ছুয়েছেন অনন্য দুটি মাইলফলক।
দুটিতেই ভারতের দলপতি বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন এই পাকিস্তানের দলপতি। এর ভেতর একটি হল টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মাইলফলক ছোঁয়া, এবং আরেকটি হল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের রেকর্ডটি নিজের নামে করে নেয়া।

রোববার (৩০ আগস্ট) সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় হাজার রানের মাইলফলকে পৌঁছতে বাবরের প্রয়োজন ছিল ২৯ রান। সেই ম্যাচে তিনি খেলেছেন ৫৪ রানের ইনিংস। আর এর সুবাদে এখন টি-টোয়েন্টিতে দ্রুততম দেড় হাজার রানের মালিক এখন তিনি।
এ রেকর্ডে বাবরের সঙ্গে রয়েছেন অ্যারন ফিঞ্চ এবং বিরাট কোহলি। উল্লেখ্য, ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের দ্রুততম ৫০০ এবং ১০০০ রানের রেকর্ডও পাকিস্তানি এই দলপতির দখলে।
এদিকে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ গড়ের রেকর্ডে কোহলিকে টপকে গিয়েছেন বাবর। টি-টোয়েন্টিতে অন্তত ৫০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ গড় এখন বাবরের; ৪০ ম্যাচে ৫০.৯০ গড়ে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান সংগ্রহ করেছেন ১৫২৭ রান। যার মালিকানা এতোদিন ছিল কোহলির কাছে। ৫০.৮০ গড়ে ২৭৯৪ রান করেছিলেন কোহলি।
বাবরের জোড়া রেকর্ডের দিনে রেকর্ড করেছেন মোহাম্মদ হাফিজও। টি-টোয়েন্টিতে বিশ্বের নবম এবং পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দুই হাজার রানের মাইলফলকে প্রবেশ করেছেন মোহাম্মদ হাফিজ। বর্তমানে ৯৩ ম্যাচ খেলা হাফিজ তার নামের পাশে লিখিয়েছেন ২০৬১ রান।
হাফিজের আগে টি-টোয়েন্টিতে দুই হাজার রান করা অন্য ব্যাটসম্যানরা হলেন বিরাট কোহলি (২৭৯৪), রোহিত শর্মা (২৭৭৩), মার্টিন গাপটিল (২৫৩৬), শোয়েব মালিক (২৩৩৫), ইয়ন মরগ্যান (২২১৮), ডেভিড ওয়ার্নার (২২০৭), ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০) এবং পল স্টার্লিং (২১২৪)।