promotional_ad

না ফেরার দেশে জাহানারা-রুমানাদের সাবেক কোচ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেল। বুধবার (২ সেপ্টেম্বর) ৫৭ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার যুক্তরাজ্যের নর্দাম্পটনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।


২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করা ক্যাপেলের ছিল এক রঙিন ক্রিকেটীয় ক্যারিয়ার।


promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি নিজের ঝুলিতে পুরেছিলেন ৫৪৬ উইকেট। ব্যাট হাতেও বেশ আগ্রাসী ছিলেন সাবেক এই ক্রিকেটার। ১৬টি সেঞ্চুরির মাধ্যমে সংগ্রহ করেছিলেন ১২ হাজারেরও বেশি রান।


ইংল্যান্ডের জার্সি গায়ে ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি খেলেছিলেন ১৫টি টেস্ট এবং ২৩টি ওয়ানডে। নিজের অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটিং বিপর্??য়ের পর বোথামের সঙ্গে দলের হাল ধরে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন ক্যাপেল। তৎকালীন পাকিস্তানি দুধর্ষ স্পিনার আবদুল কাদিরের বিরুদ্ধে ৬ ঘন্টা লড়াই করেছিলেন, যেখানে তার সতীর্থরা নাজেহাল হয়ে পড়েছিলেন কাদিরের স্পিন ঘূর্ণিতে।


লিস্ট 'এ' ম্যাচেও ছিল তার ইর্ষণীয় সাফল্য। ৭ হাজারের বেশি রান করার পাশপাশি ঝুলিতে পুরেছিলেন ২৮১ উইকেট।


সাবেক এই ইংলিশ অলরাউন্ডার ২০১৬ সালে বাংলাদেশে আসেন জাহানারা-সালমা-রুমানাদের কোচ হয়ে। ২০১৮ সাল পর্যন্ত কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি।


২০১৮ সালে মস্তিষ্কের টিউমারের অপারেশনের পর নিজের বাড়িতেই অবস্থান করতেন সাবেক এই কোচ। ছিলেন ক্রিকেট থেকেও দূরে। অবশেষে সেই বাড়িতেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক সময়ের বিধ্বংসী এই ক্রিকেটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball