মালানের নির্বাচিত টেস্ট একাদশের অধিনায়ক স্ট্রস

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান নিজের পছন্দের সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন। এই দলের এগারজন ক্রিকেটারের মধ্যে সাতজনই ইংল্যান্ডের।বাকিদের মধ্যে অস্ট্রেলিয়া থেকে দুই জন এবং নিউজিল্যান্ড ও ভারতের থেকে একজন করে ক্রিকেটার রেখেছেন মালান।
একাদশের ওপেনার হিসেবে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যালিস্টার কুককে পছন্দ মালানের। তাঁর সঙ্গী হিসেবে আরেক কিংবদন্তী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রসকে রেখেছেন এই বাঁহাতি। দলটির অধিনায়কত্বও স্ট্রসকে দিয়েছেন মালান।

ইংল্যান্ডের বর্তমান টেস্ট দলপতি জো রুটকে তিন নম্বরে রেখেছেন মালান। এরপর চার নম্বরে অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান অ্যাডাম ভোজেসকে পছন্দ করেছেন তিনি। নিউজিল্যান্ড দল থেকে কিংবদন্তী উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালামকে বাছাই করেছেন মালান। যদিও দলটিতে ম্যাককালামকে উইকেটরক্ষকের দায়িত্ব দেননি তিনি।
উইকেটরক্ষক হিসেবে মালানের পছন্দ অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে। অলরাউন্ডার হিসেবে একাদশে রাখা হয়েছে বেন স্টোকস এবং স্টুয়ার্ট ব্রডকে। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে ভারতের মুরলি কার্তিককে রেখেছেন মালান।
স্পেশালিষ্ট পেসারদের মধ্যে একাদশে আরো রয়েছেন কয়েকদিন আগে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা জেমস অ্যান্ডারসন এবং ৩১ বছর বয়সী ডানহাতি পেসার স্টিভেন ফিন।
মালানের নির্বাচিত সেরা টেস্ট একাদশঃ
অ্যান্ড্রু স্ট্রস (অধিনায়ক), অ্যালিস্টার কুক, জো রুট, অ্যাডাম ভোজেস, ব্র্যান্ডন ম্যাককালাম, বেন স্টোকস, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, মুরলি কার্তিক, জেমস অ্যান্ডারসন, স্টিভেন ফিন।