promotional_ad

ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে বিসিবির গবেষক নিয়োগ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের কভিড-১৯ এর ব্যাপারে সতর্ক করতে দুই জন অভিজ্ঞ গবেষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা সংক্রমণ থেকে বাঁচতে কি কি করণীয় সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন তাঁরা।  


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় দল এবং হাই পারফরম্যান্সের ক্রিকেটারদের সঙ্গে একটি অনলাইন সেশনে অংশ নেন এই দুই গবেষক। ঘন্টাব্যাপী সেই সেশনে ক্রিকেটারদের নানা প্রশ্নের জবাব দেন তাঁরা।


promotional_ad

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা এই প্রসঙ্গে বলেছেন, 'তাঁরা গবেষক এবং অভিজ্ঞ। তাঁদেরকে নিয়োগ দেয়ার মূল কারণ হলো ক্রিকেটারদেরকে আরো সতর্ক করে তোলা কভিড-১৯ এর ব্যাপারে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে প্রথম অননাইল সেশনে যুক্ত হয় তাঁরা। ঘণ্টাব্যাপী এই সেমিনারে যোগ দিয়েছিলেন ৫০ জনের অধিক জাতীয় দল এবং হাই পারফরম্যান্সের ক্রিকেটাররা।'


বিসিবির পক্ষ থেকে মূলত এই উদ্যোগটি নিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বোর্ডের সেই কর্মকর্তা আরো জানিয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ক্রিকেটারদের সঙ্গে আরেকটি সেশনে যোগ দেয়ার প্রস্তাব দেবেন তাঁরা।


তিনি বলেন, 'শ্রীলঙ্কা সফরের আগে আমরা তাঁদেরকে আরেকটি সেশনে যুক্ত হওয়ার জন্য প্রস্তাব দেব। বেশিরভাগ ক্রিকেটাররা তাঁদের কথা গুরুত্ব সহকারে শুনেছেন এবং তাঁদের সঙ্গে কথা বলে সব দ্বিধা দূর করেছেন। ডাক্তার দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে আয়োজিত এই সেশনটি কভিড-১৯ সচেতনামূলক প্রোগ্রামের চেয়েও বেশি কিছু।' 


সূত্রঃ পাকিস্তান অবজারভার   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball