এই প্রথম ইংলিশ দর্শকরা উত্ত্যক্ত করেনি ওয়ার্নারকে!

ছবি: ছবিঃ এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের দর্শকরা বরাবরই অস্ট্রেলিয়ানদের উত্ত্যক্ত করে থাকে। বিশেষ করে বল টেম্পারিং কান্ডের পর যতবারই ইংল্যান্ডে গিয়েছেন, ততবারই দর্শকদের স্লেজিংয়ের শিকার হতে হয়েছে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। করোনা সংক্রমণের শঙ্কা থাকায় ইংল্যান্ডের মাটিতে দর্শকশুন্য স্টেডিয়ামে খেলছে অস্ট্রেলিয়া। তাই এবার কেউই ওয়ার্নার-স্মিথদের উত্ত্যক্ত করতে পারেনি!
সাউদাম্পটনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষে ওয়ার্নার তাই বলেছেন, 'এই প্রথম আমি ইংল্যান্ডে খেলছি, অথচ দর্শকদের মাধ্যমে উত্যক্ত হইনি। এটা দারুণ ব্যাপার ছিল।'

বল টেম্পারিং কান্ডের পর বিশ্বকাপ ও অ্যাশেজ সিরিজ খেলতে মোট দুবার ইংল্যান্ডে পা রাখে অস্ট্রেলিয়া, এই দুবারই ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় ওয়ার্নার ও স্মিথদের। নিয়মিতই দর্শকদের দুয়ো শুনতে হতো তাদের।
অবশ্য বিশ্বকাপে ওয়ার্নার ও অ্যাশেজে স্মিথ অসাধারণ পারফর্ম করায় তাদের বাহবাও দেন ইংলিশ দর্শকরা। খেলার মূল প্রাণশক্তি দর্শকদের তাই মোটেই হেয় করে দেখছেন না ওয়ার্নার।
তিনি বলেন, 'দর্শক আপনাকে যা-ই বলে আপনি উঠে দাঁড়াবেন এবং খেলতে নামবেন। এজন্যই আমরা ঘরে ও ঘরের বাইরে খেলতে ভালোবাসি। ঘরের মাটিতে কিছু সুবিধা আছে, বাইরের মাটিতে কিছু সুবিধা আছে। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমরা সর্বদাই প্রস্তুত।'
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিটি অবশ্য দুই রানে হেরেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার করেন ৫৮ রান।
ম্যাচ প্রসঙ্গে অজি ওপেনার বলেন, 'তারা (ইংল্যান্ড) বেশ দারুণ বোলিং করেছে। আমাদের সব দিক থেকে চেপে ধরেছে। আমাদের আরও ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নেয়া উচিত ছিল।'