পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন ইয়ান বেল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের চলমান ঘরোয়া মৌসুম শেষে সকল প্রকার পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। শনিবার (৫ সেপ্টেম্বর) এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেন তিনি।
৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন পাকিস্তানের বিপক্ষে টেস্টে ২০১৫ সালে। এরপর থেকে জাতীয় দলের জার্সি গায়ে বার দেখা যায়নি এই ব্যাটসম্যানকে। ২০১৯ সালের ঘরোয়া মৌসুম বেল পুরোটাই খেলতে পারেননি ইনজুরির কারণে।

ক্রিকেট থেকে লম্বা সময় দূরে থাকার পর সকলকে অবাক করেই অবসরের ঘোষণা দিলেন বেল। আবাক করার আরও একটি বিষয় হলো সম্প্রতি তিনি তার ক্লাব ওয়ারউইকশায়ারের সঙ্গে নতুন করে ২০ মাসের চুক্তিতে স্বাক্ষর করার মাত্র দু'মাস পরে অবসরের ঘোষণা দিলেন।
টুইট বার্তায় বেল লিখেন, 'ইংল্যান্ড এবং ওয়ারউইকশায়ার উভয়ের পরতি আমি কৃতজ্ঞ আমার বাল্যকালের স্বপ্ন পূরণ করার সুযোগ করে দেয়ার জন্য।'
'আমার পুরো ক্যারিয়ার জুড়ে কাজ করেছি ক্লাবের হয়ে ট্রফি জিততে। আমি এবং আমার পরিবার উভয়ই অত্যন্ত গর্বিত। আমি কৃতজ্ঞ ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকের কাছে; কর্মী, খেলোয়াড়, অনুরাগী এবং এই সময়ের মধ্যে আমি যে কারও সাথে কাজ করেছি। সবাইকে ধন্যবাদ।'
১৯৯৯ সালে পেশাদার ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন বেল। আর গেল মাসের ২২ তারিখ ক্লাবের হয়ে খেলেছিলেন সর্বশেষ ম্যাচটি। লম্বা এই ২১ বছরের ক্যারিয়ারে প্রথম সারির ক্রিকেটে খেলেছেন বেল ৩১১টি ম্যাচ।
রান করেছেন ২০ হাজার ৩০০। যেখানে রয়েছে তার ৫৭টি শতক এবং ১০৩টি অর্ধশতক। ক্যারিয়ার সেরা ইনিংস ২৬২ নট আউট। পার্ট টাইম বোলার হিসেবেও বেশ ভালো ছিলেন বেল। ৩১১ ম্যাচে নিয়েছেন ৪৭টি উইকেট যেখানে রয়েছে ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ৪/৪।