promotional_ad

সিরিজ জয়ে চোখ ইংল্যান্ডের, ফিরতে মুখিয়ে অস্ট্রেলিয়া

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||  


ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনেকটা তীরে এসে তরী ডুবেছিল সফরকারী অস্ট্রেলিয়ার। সাউদাম্পটনের রোজ বোলে  মাত্র দুই রানের ব্যবধানে পরাজিত হয়ে সিরিজে পিছিয়ে পড়ে অ্যারন ফিঞ্চের দল।


এবার সিরিজে ফেরার লক্ষ্য নিয়ে আবারো ইয়ন মরগানদের মুখোমুখি হচ্ছে তারা। একই মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের দিক থেকে এগিয়ে আছে ইংলিশরা। আর সেকারণেই উইনিং কম্বিনেশন ঠিক রাখতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামার সম্ভাবনা রয়েছে তাদের। 


নিয়মিত ওপেনার জেসন রয় সাইড স্ট্রেইনের ইনজুরিতে ছিটকে পরায় ওপেনিংয়ে জনি বেয়ারস্টোর সঙ্গে যথারীতি দেখা যাবে জস বাটলারকে। তিন এবং চার নম্বরের পরীক্ষিত ব্যাটসম্যান হিসেবে থাকবেন ডেভিড মালান ও টম ব্যান্টন।


promotional_ad

একাদশে তিন পেসারদের মধ্যে ক্রিস জর্ডান, জফরা আর্চার এবং মার্ক উডেই ভরসা রাখার জোর সম্ভাবনা রয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের। এছাড়া স্পিন আক্রমণ সামলাতে লেগ স্পিনার আদিল রশিদের সঙ্গে থাকছেন অফ স্পিন অলরাউন্ডার মঈন আলী। আর পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টম কারানের প্রতি আস্থা রাখবেন নির্বাচকেরা। 


এদিকে প্রথম ম্যাচে পরাজিত হলেও দল নিয়ে তেমন পরীক্ষা নিরীক্ষা করার সম্ভাবনা নেই অস্ট্রেলিয়ারও। ফলে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তাদেরও। সেক্ষেত্রে এই ম্যাচেও অভিষেক হচ্ছে না ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান মার্নাস ল্যাবুশেনের।


ইংল্যান্ডের মতো তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ারও। ফলে মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন এবং প্যাট কামিন্সের প্রতি ভরসা রাখবেন নির্বাচকেরা। স্পেশালিষ্ট স্পিনার হিসেবে অ্যাস্টন অ্যাগার এবং অ্যাডাম জাম্পা থাকবেন একাদশে। 


অস্ট্রেলিয়া একাদশ (সম্ভাব্য): 


ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা। 


ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): 


জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, টম ব্যান্টন, ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, টম কারান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার, মার্ক উড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball