promotional_ad

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রাথমিক স্কোয়াড ঘোষণা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড গঠন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের নির্বাচকেরা।


দেশটির ইংরেজি দৈনিক দ্য সানডে টাইমস এই স্কোয়াডটি এরই মধ্যে প্রকাশ করেছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 


দ্য সানডে টাইমসের বরাত থেকে জানা গেছে দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলটিতে নতুন মুখ হিসেবে থাকবেন লাহিরু উদারা, দুভিন্দু তিলকারত্নে, সান্থুস গুনাথিলাকা, মিনোদ ভানুকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং কামিন্দু মেন্ডিস।


promotional_ad

শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করেই নির্বাচকদের রাডারে এসেছেন এই তরুণ ক্রিকেটাররা। মূলত করোনাকালে বাড়তি সাবধানতা অবলম্বনের উদ্দেশ্যে লম্বা স্কোয়াড গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।   


সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সেখানে ৪-৬ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১০-১২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মুমিনুল হকের দল।


১৭-১৯ অক্টোবর নিজেদের মধ্যে চারদিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৩ অক্টোবর কান্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩১ অক্টোবর কান্ডিতে। এরপর ৮ নভেম্বর সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে কলম্বোতে। 


শ্রীলঙ্কার প্রাথমিক টেস্ট স্কোয়াড: 


দিমুথ করুনারত্নে, (অধিনায়ক), ওসাডা ফার্নান্ডো, লাহিরু উদারা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দীনেশ চান্দিমাল, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, মিনোদ ভানুকা, লাহিরু থিরিমান্নে, সান্থুস গুনাথিলাকা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিলরুয়ান পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, লাসিথ এম্বুলদেনিয়া, দুভিন্দু তিলকারত্নে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্ডো, কাশুন রাজিথা, আসিথা ফার্নান্ডো।


সূত্র: দ্য সানডে টাইমস



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball