promotional_ad

পেস দিয়ে মুমিনুলদের ঘায়েল করতে চায় শ্রীলঙ্কা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে পেস বোলিং দিয়ে ঘায়েল করার পরিকল্পনা আঁটছে শ্রীলঙ্কা। নির্বাচকদের চেয়ারম্যান এবং জাতীয় দলের ম্যানেজার অশান্থা ডি মেল এমনটাই জানিয়েছেন।


বরাবরই স্পিনের প্রতি নির্ভরতা বেশি বাংলাদেশ দলের। বিশ্বমানর স্পিনারও রয়েছে তাদের। আর সেকারণে পেস বোলিংয়ের চেয়ে স্পিন খেলতেই বেশি পারদর্শী টাইগার ব্যাটসম্যানরা। বাংলাদেশের পেস বোলিংয়ের প্রতি দুর্বলতাকেই অস্ত্র হিসেবে কাজে লাগাতে চান ডি মেল। 


promotional_ad

শ্রীলঙ্কার দৈনিক সানডে আইল্যান্ডকে তিনি বলেন, 'আমাদের চিন্তা হলো ওদেরকে পেস/গতি দিয়ে পরাজিত করা। এটি অবশ্যই স্পিন দিয়ে হবে না। বাংলাদেশের স্পিন আক্রমণ দুর্দান্ত, অপরদিকে আমাদের অনেক ভালো পেস বোলার রয়েছে। তাই শক্তিমত্তা ধরে রাখাটাই ঠিক হবে আমাদের।'


মুমিনুলদের পেস বোলিং দিয়ে ঘায়েল করার জন্য স্কোয়াডে কমপক্ষে পাঁচ জন পেসার রাখার পরিকল্পনা করছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। ডি মেলের বক্তব্যেও তেমন আভাসই পাওয়া গেছে। তিনি বলেছেন,   'আমরা স্কোয়াডে পাঁচ জন পেসার রাখতে পারি। কোচেরা এমনটাই ভাবছে।'   


সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২৭ তারিখ শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর সেখানে ৪-৬ অক্টোবর প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১০-১২ অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মুমিনুল হকের দল।


১৭-১৯ অক্টোবর নিজেদের মধ্যে চারদিনের আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ২৩ অক্টোবর কান্ডিতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩১ অক্টোবর কান্ডিতে। এরপর ৮ নভেম্বর সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে কলম্বোতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball