বাটলারের ঝড়ো ইনিংসে ইংল্যান্ডের সিরিজ জয়

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জস বাটলারের ঝড়ো ইনিংসে ছয় উইকেটে জিতেছে ইংল্যান্ড। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে ইংলিশরা।
সাউদ্যাম্পটনে ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু দিকে ওপেনার জনি বেয়ারস্টোর (৯) উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ডেভিড মালানকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন বাটলার।

৩২ বলে ৪২ রান করে ফিরে যান ইনফর্ম মালান। এরপর টম ব্যান্টন (২) ও অধিনায়ক ইয়ন মরগান (৭) ফিরলেও দলকে সাত বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে দেন বাটলার।
৫৪ বলে আটটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৭৭ রান করে ম্যাচ সেরাও নির্বাচিত হন তিনি। মঈন আলী করেন ৬ বলে ১৩* রান।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে সাত উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে সফরকারি অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে আসে সর্বোচ্চ ৪০ রান (৩৩ বলে)।
এছাড়া মার্কাস স্টইনিস করেন ২৬ বলে ৩৫ রান। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ২৬ ও অ্যাস্টন অ্যাগারের ব্যাটে ২৩ রান আসে। ৪০ রান খরচায় দুই উইকেট নেন ক্রিস জর্দান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৫৭/৭ (২০ ওভার)
(ফিঞ্চ ৪০, স্টইনিস ৩৫; জর্দান ২/৪০)
ইংল্যান্ড: ১৫৮/৪ (১৮.৫ ওভার)
(বাটলার ৭৭*, মালান ৪২; অ্যাগার ২/২৭)