promotional_ad

সানজামুল আউট, খালেদ ইন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনও নিশ্চিত হয়নি। তবে এরই মধ্যে গত ১০ সেপ্টেম্বর ২৭ সদস্যের প্রাথমিক একটি দল ঘোষণা করে বিসিবি। এই স্কোয়াডে জায়গা পেয়েছিলেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।


তবে আজ জানা গেছে সানজামুলের পরিবর্তে স্কোয়াডে নেয়া হয়েছে ডানহাতি পেসার খালেদ আহমেদকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি বিশ্বস্ত সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে। এর পেছনে একটি কারণও অবশ্য ব্যাখ্যা করেছে সুত্রটি। 


promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বিসিবি এইচপি দলেরও। পরিকল্পনা ছিল প্রয়োজন পড়লে খালেদকে এই দলে অন্তর্ভুক্ত করা হবে। তবে এইচপি দলের শ্রীলঙ্কা সফর নিয়ে শঙ্কা থাকায় সানজামুলের বদলে তাঁকে প্রাথমিক স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।


যদিও আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্কোয়াড এখনো ঘোষণা করা হয়নি বিসিবির পক্ষ থেকে। তবে বোর্ডের বেশ কয়েকটি সূত্র থেকে দল সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এই স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদকেও রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাঁকে শুধু সাদা বলের ক্রিকেটে মনোনিবেশ করার কথা বলা হয়েছিল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।


বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:


মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহামুদুল্লাহ, ইয়াসির আলী রাব্বী, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, নাঈম হাসান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, ইবাদত হোসেন, আবু জায়েদ রাহী ও হাসান মাহমুদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball