promotional_ad

জৈব সুরক্ষিত পরিবেশ নিয়ে চিন্তিত নন মুমিনুল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কা সফরের আগে ক্রিকেটারদের এরই মধ্যে দুই দফা করোনা পরীক্ষা করিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার থেকে ২৭ ক্রিকেটারকে নেয়া হয়েছে জৈব সুরক্ষিত পরিবেশে।


এবার শুরু হবে তাদের দলগত অনুশীলন। ক্রিকেটারদের জন্য এই পরিবেশ নতুন হলেও তেমন চিন্তিত নন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। ক্রিকেটে ফেরার সুযোগ পাওয়াটাকেই বড় করে দেখছেন তিনি। 


promotional_ad

মুমিনুল বলেন, 'চিন্তার কিছু নেই। অনেকেই এখনো খেলার সুযোগ পাচ্ছে না, আমরা অন্তত সেটা পাচ্ছি। আমার মনে হয় এটাই সবচেয়ে বড় বিষয়। আমরা খেলতে পারবো, এটাতে এখন আমাদের বেশি নজর। যেহেতু আমরা একটি সিরিজ খেলার সুযোগ পেয়েছি তাই এখন নিজেদের দেশে অনুশীলন করছি।'


খেলাটাকেই মূল প্রাধান্য দেয়ার পক্ষে মুমিনুল। দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের ভাষায়, 'কোনো দিকনির্দেশনার কথা না ভেবেই আমরা কাজ করে যাচ্ছি। এখানে কিছু পার্থক্য থাকবে অবশ্যই, তবে খেলাটাই মুখ্য বিষয়। আমরা দীর্ঘ সময় ধরে খেলার বাইরে ছিলাম। আবারো খেলায় ফিরছি। এটাই বড় ব্যাপার।' 


করোনাকালে বাংলাদেশ ক্রিকেট দলের মাঠে নামা এখন সময়ের ব্যাপার মাত্র। শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই মাঠে ফিরবে টাইগাররা। মাঝে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মের কড়াকড়িতে অনিশ্চিত হয়ে পড়েছিল সফর। তবে বিসিবির আপত্তির পর এসএলসির তৎপরতা বাড়ে। এরপর সময়ের সঙ্গে ক্রমেই নিশ্চয়তা বাড়ছে সিরিজ মাঠে গড়ানোর।


চলতি বছরের জুলাই-আগষ্ট মাসে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের। কিন্তু করোনা ভাইরাসের কারণে সিরিজটি সাময়িকভাবে স্থগিত করা হয়। আগামী মাসে এই সিরিজ দিয়েই দীর্ঘ সময় পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball