promotional_ad

বাংলাদেশ সিরিজের সঙ্গে এলপিএল নিয়েও শঙ্কা

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আসর। কিন্তু দেশটির সরকার প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিধান নির্ধারণ করে দেয়ায় এখনই শুরু হচ্ছে না টুর্নামেন্টটি। সেক্ষেত্রে আগামী বছর শুরু হতে পারে এলপিএলের আসর বলে জানা গেছে একটি সূত্রে।    


একই কারণে বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরও হুমকির মুখে পড়েছে। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ১৪ দিনের কোয়ারেন্টাইন বিধান মেনে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।   


promotional_ad

এর আগে এলপিএল শুরুর সম্ভাব্য তারিখ ছিল ২৮ আগস্ট। কিন্তু একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টুর্নামেন্টটি স্থগিত করার ঘোষণা দেয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছিল তারা।  


আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করা সম্ভব হবে না ক্রিকেটারদের জন্য। ফলে তারকা ক্রিকেটারদের অধিকাংশই যোগ দিতে পারবেন না টুর্নামেন্টটিতে। 


একই কারণে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিরও এলপিএলে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কারণ বছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি ম্যাচগুলোর। 


সেক্ষেত্রে  পিএএসএল পর্ব শেষে এলপিএলে যোগ দিতে নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে মুলতান সুলতান্সের হয়ে প্রতিনিধিত্ব করা আফ্রিদিকে। ফলে এই টুর্নামেন্টে খেলা হবে না তাঁর।    


করোনা ভাইরাসের কারণে চার ম্যাচ হাতে রেখে স্থগিত হয়ে গিয়েছিল পিএসএলের আসরও। পরবর্তীতে চলতি বছরের শেষ দিকে টুর্নামেন্টটির বাকি চার ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পুরনো সূচি অনুযায়ী এই সময়ের মধ্যেই এলপিএল শুরু হওয়ার কথা ছিল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball