promotional_ad

ক্রিকেট ফেরাতে বড় অঙ্কের খরচ করবে নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা মহামারীর বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরছে নিউজিল্যান্ড। ইতোমধ্যেই নিজ দেশে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সব কিছু ঠিক থাকলে নভেম্বর থেকে জানুয়ারির ভেতর এই দুই দেশের বিপক্ষে সিরিজ আয়োজন করবে ব্ল্যাক ক্যাপসরা।


আইসিসির বেধে দেয়া গাইডলাইন অনুসরণ করে অনুষ্ঠিত হবে সিরিজ দুটি। সে জন্য প্রস্তুত করতে হবে 'জৈব সুরক্ষিত পরিবেশ'। আর সেই পরিবেশ তৈরী করতে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে (এনজেডসি) গুণতে হবে দুই মিলিয়ন ডলারেরও বেশি।


দুই দেশের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনসহ পুরো আইসোলেশন প্রক্রিয়ার জন্য সব মিলিয়ে জনপ্রতি নিউজিল্যান্ডকে খরচ করতে হবে প্রায় সাত হাজার ডলার। সম্প্রতি স্থানীয় সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট।


promotional_ad

আসছে বড়দিনের আগেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে খেলোয়াড় এবং স্টাফ মিলিয়ে ৪৫ জনের বহর সফর করবে নিউজিল্যান্ডে। এরপর অস্ট্রেলিয়ার পুরুষ ও নারী দল, বাংলাদেশের পুরুষ ও ইংল্যান্ডের নারীরা সফর করবে দেশটিতে।


হোয়াইট বলেন, 'পুরো প্রক্রিয়ায় জনপ্রতি ৭ হাজার ডলার করে খরচ হবে। আমরা দলগুলোর সঙ্গে কথা বলেছি, আমার মনে হয় এই খরচ তাদের জন্য যথেষ্ট হবে।'


শুধু খরচ এখানেই থেকে থাকছে না। চাটার্ড বিমান, হোটেল ও ট্রেনিং, অতিরিক্ত স্টাফ, পরিবেষ্টিত পরিবেশ, অস্থায়ী শৌচালয় নির্মাণে বাড়তি খরচ করতে হবে নিউজিল্যান্ডকে। যদিও মাঠে ক্রিকেট ফিরলে এই বাড়তি খরচ তুলে নেয়া সম্ভব বলে মনে করেন হোয়াইট।


তিনি বলেন, 'এটা বেশ ব্যয়বহুল, তবে প্রয়োজনীয়। আমরা বুঝতে পারছি এখানে খরচ বেশি, তবে আমরা সেটা সরকারকে দিতে বলছি না। আমরা (নিউজিল্যান্ড ক্রিকেট) এই খরচ বহন করবো। এবং অবশ্যই এখান থেকে লাভ করা সম্ভব হবে।'


নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পুরো আয়ের প্রায় ১০ শতাংশই আসে টিকেট বিক্রি করে। গত বছর গেট মানি থেকে ৫৯ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে তারা। নিউজিল্যান্ডে কোভিড পরিস্থিতি লেভেল-১-এ থাকলে গ্যালারিতে দর্শক দেখা যেতে পারে বলে জানিয়েছেন হোয়াইট।


তিনি বলেন, 'দর্শক মাঠে প্রবেশ করতে দিতে পারলে দারুণ হবে। আশা করি আমরা লেভেল-১ এ থাকবো এবং দর্শক পাবো। লেভেল-২ এ চলে গেলে তখন আর কিছু করার থাকবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball