promotional_ad

শুধু এক ফরম্যাটেই আটকে থাকতে চান না ক্রলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


১৫-১৬ বছর বয়সে জ্যাক ক্রলির ভাবনায় থাকতো শুধু টেস্ট ক্রিকেট। ইংল্যান্ডের হয়ে লঙ্গার ভার্সনে রাজত্ব করার স্বপ্ন নিয়েই ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। এক বছরের একটু বেশী সময় ধরে খেলছেন জাতীয় দলে। 


দেশের হয়ে ৮ টেস্ট খেলা এই তরুণ হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। মাস খানেক আগেই পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ২৬৭ রানের অনবদ্য এক ইনিংস। এই ইনিংসের সুবাদেই ক্রিকেট বিশ্ব জেনেছে ক্রলির ক্ষমতা সম্পর্কে।


promotional_ad

২২ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান কয়েকদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটেহাঁকিয়েছেন প্রথম সেঞ্চুরি। গেল সপ্তাহে কেন্টের হয়ে ১০৮ রানের ইনিংস খেলা এই তরুণ সম্প্রতি জানিয়েছেন, সাদা বল নিয়ে নিজের ভাবনার কথা। 


সীমিত ওভারেও ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন ক্রলি। তবে কাজটা যে সহজ হবে না, তা বেশ ভালোভাবেই জানেন তিনি। ক্রলি বলেন, 'অবশ্যই সাদা বলে ইংল্যান্ডের হয়ে খেলতে দারুণ লাগবে। তবে আমি বাস্তবতা মেনে চলি, জানি এটা সহজ হবে না।' 


'কারণ দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছেন এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলটি। তাই আমাকে অনেক রান করতে হবে যদি সুযোগ পেতে হয়। তারপরও ভবিষ্যতে রঙ্গিন জার্সিতে খেলতে পারলে আমি খুব উচ্ছ্বসিত হব। আশা করছি কয়েকবছরের মধ্যে দলে জায়গা করে নিতে পারব' আরও যোগ করেন এই ব্যাটসম্যান।


দেশের হয়ে টেস্ট খেলে ফেলায় পরিকল্পনায় পরিবর্তন এসেছে ক্রলির। তবে ১৫ বছর বয়সে এই তরুণ যে স্বপ্ন দেখতেন তা পূরণ হওয়াতেই এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি।


ক্রলি বলেন, 'আপনি যদি ১৫ বছর বয়সী ক্রলিকে জিজ্ঞেস করতেন তোমার লক্ষ্য কি? উত্তর হতো ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে চাওয়া। তবে এখন দেশের হয়ে কয়েকটি টেস্ট খেলে ফেলেছি তাই ভাবনাতেও পরিবর্তন এসেছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball