promotional_ad

হিলির হাতে ভাঙলো ধোনির সর্বকালের সেরা রেকর্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের উইকেটের পেছনে অতন্দ্র প্রহরীর মতো ছিলেন সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি। ২০০৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত উইকেটের পেছনে থেকে ৩৫০ ম্যাচে ৪৪৪টি ডিসমিসাল করেছেন এই তারকা ক্রিকেটার। এর ভেতর রয়েছে ৩২১টি ম্যাচ এবং ১২৩টি স্ট্যাম্পিং।


দক্ষ হাতে উইকেটের পেছনে নিজের কাজ করার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ে গেছেন বিশ্ব সেরাদের তালিকায়। এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসালের মালিক তিনি।


promotional_ad

তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্শনে বেশ আগ্রাসী ছিলেন এই উইকেটরক্ষক। টি-টোয়েন্টি ক্রিকেটে তার রয়েছে ৯১টি ডিসমিসাল যা কিনা এতোদিন ছিলো কোনো ক্রিকেটারের ধরা ছোঁয়ার বাহিরে। এটি ছিল সর্বকালের সেরা রেকর্ড।


তবে ভেঙ্গেছে সেই রেকর্ডটি। অস্ট্রেলিয়ান নারী দলের উইকেটরক্ষক আলিশা হিলির হাত ধরে ভেঙ্গেছে রেকর্ডটি।


নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ধোনিকে টপকে যান হিলি। কিউই ব্যাটসম্যান অ্যামি সাতার্থওয়েটকে স্ট্যাম্পিং করে তিনি ছুঁয়েছিলেন ধোনিকে। এরপর লরেন ডাউনকে কট বিহাইন্ড করে টপকে যান সাবেক ভারতীয় উইকেটরক্ষককে।


ধোনিকে টপকাতে হিলির লেগেছে ৯৯টি ম্যাচ। অপরদিকে ধোনির রেকর্ডটি করেছিলেন ৯৭ ম্যাচ খেলে। বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধীক ডিসমিসালের মালিক হিসেবে রেকর্ডবুকে নিজের নাম লেখালেন এই অজি উইকেটরক্ষক।


হিলির রেকর্ড গড়া সেই ম্যাচে অস্ট্রেলিয়া ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজটি ২-০ তে নিশ্চিত করেছে স্বাগতিকরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball