বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল নিউজিল্যান্ড

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী বছরের মার্চে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজিসি)। যেখানে মোট ৬টি ভেন্যুতে খেলবে দুই দল।
সূচি অনুযায়ী ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৭ মার্চ ক্রাইস্টচার্চের হেগলি ওভালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচটি আয়োজন করা হবে ২০ মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দুই দল। যেখানে ২৩ মার্চ নেপিয়ারের ম্যাকলিন পার্কে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে তারা। এরপর অকল্যান্ডের ইডেন পার্কে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচটি।
২৮ মার্চ সিরিজের শেষ টি-টোয়েন্টি দিয়ে সফরটির ইতি টানবে বাংলাদেশ। এই ম্যাচটির ভেন্যু ঠিক করা হয়েছে হ্যামিল্টনের সেডন পার্ক। গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

সেই সফরেই ভয়াল অভিজ্ঞতার সম্মুখীন হন তামিম-মুশফিকরা। ব্র্যান্টন ট্যারান্ট নামের এক ঠান্ডা মাথার খুনির হাত থেকে অল্পের জন্য বেঁচে ফেরেন তামিম, মুশফিকরা। ভয়ঙ্কর সেই ঘটনার কথা মনে করলে আজও শিউরে উঠেন সেবার নিউজিল্যান্ড সফরের দলে থাকা খেলোয়াড়েরা। এই ক্রাইস্টচার্চে আবারো খেলার অপেক্ষায় রয়েছেন টাইগার ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের সূচি:
প্রথম ওয়ানডে - ১৩ মার্চ, ওটাগো ওভাল, ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে - ১৭ মার্চ, হাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
তৃতীয় ওয়ানডে - ২০ মার্চ, বেসিন রিজার্ভ, ওয়েলিংটন
প্রথম টি-টোয়েন্টি - ২৩ মার্চ, ম্যাকলিন পার্ক, নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি - ২৬ মার্চ, ইডেন পার্ক, অকল্যান্ড
তৃতীয় টি-টোয়েন্টি - ২৮ মার্চ, সেডন পার্ক, হ্যামিল্টন