promotional_ad

ক্রিকেটে ফেরা অনেক বড় চ্যালেঞ্জ: বাশার

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর দিয়ে তামিম-মুশফিকদের ক্রিকেটে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত সিরিজটি বাতিল হওয়ায় সেটিও আর সম্ভব হচ্ছে না। 


ফলে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক এবং সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বিষয়টিকে দুর্ভাগ্যজনক হিসেবেই দেখছেন। 


promotional_ad

বাশার বলেছেন, 'এটা দুর্ভাগ্যজনক যে ক্রিকেটাররা তাদের ক্যারিয়ার থেকে এক বছর হারালো। তামিম ইকবাল এক হাজার রান মিস করলো। মুশফিকুর রহিম কয়েকটি সেঞ্চুরি মিস করলো। তারা তো আর তারুণ্য ফিরে পাচ্ছে না। তবে এই মহামারীর সময়ে আমরা খুব বেশি কিছু করতেও পারছি না।' 


দীর্ঘ সময় পর ক্রিকেটে ফেরার ব্যাপারটি মোটেই সহজ কিছু হবে না বলেও মনে করছেন বাশার। তাই নিজেদের সদা প্রস্তুত রাখতে দেশের ঘরোয়া ক্রিকেটকে যথাযথভাবে কাজে লাগানোর ব্যাপারে জোর দিচ্ছেন জাতীয় দলের এই নির্বাচক।


বাশারের ভাষায়, 'বিরতির পর ক্রিকেটে ফিরে আসা আমাদের জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এতটা লম্বা সময় দূরে থাকা ভালো কিছু নয় অবশ্যই। আমরা প্রায় এক বছর ধরে বাইরে রয়েছি। এটা সহজ হবে না। আমরা যদি আমাদের ঘরোয়া ক্রিকেটকে কাজে লাগাতে পারি, তাহলে ভালোভাবে প্রস্তুত হতে পারবো।'


মাঠে ক্রিকেট ফেরাতে এরই মধ্যে অবশ্য তোরজোড় শুরু করেছে বিসিবি। শ্রীলঙ্কা সফর স্থগিত হলেও নিজেদের মধ্যে টুর্নামেন্ট খেলার পরিকল্পনা হাতে নিয়েছে তারা। জাতীয় দল, এইচপি এবং অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা অংশ নেবেন এসব টুর্নামেন্টে।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball