লাল বলের স্বল্প প্রস্তুতিতেই সতীর্থের ওপর আস্থা রাখছেন পেইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথ সহ চলমান আইপিএলে অংশ নিয়েছেন অস্ট্রেলিয়ার মোট ১৯জন ক্রিকেটার। এর মধ্যে ৬-৭জন আছেন যারা অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিয়মিত মুখ। যে কারণে আইপিএলের পর পরই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে হবে তাঁদ??র।
আইপিএল শেষে দেশে ফিরে ১৪দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে স্মিথ-ওয়ার্নারদের। ফলে সুযোগ থাকছে না দেশটির প্রথম শ্রেণীর টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে অংশ নেয়ার। যা শেষ হবে ১৭ই নভেম্বর।

১০ নভেম্বর আইপিএল শেষে দেশে ফিরে ১৪দিনের কোয়ারেন্টাইন পালনের নিয়ম থাকায় লাল বলের এই টুর্নামেন্টে খেলতে পারবেন না স্মিথ-ওয়ার্নাররা। লঙ্গার ভার্সনের জন্য তেমন কোন প্রস্তুতি না নিয়েই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে লড়তে হতে পারে জাস্টিন ল্যাঙ্গারের শিষ্যদের।
অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন অবশ্য মনে করছেন, এতে তেমন কোন বড় সমস্যা হবে না। সতীর্থদের ওপর আস্থা রাখছেন অজি টেস্ট দলপতি। তিনি বলেন, 'আমি মনে করি না তাদের শেফিল্ড শিল্ডে খেলা সম্ভব না।'
'যেহেতু দেশে ফেরার পর কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা আছে। তবে এই ক্রিকেটাররা কয়েকদিনের ব্যবধানেই সাদা বল থেকে লাল বল, টেস্ট থেকে টি টি-টোয়েন্টি খেলতে পারে। এটা কখনো বড় বিষয় ছিল না। আমর মনে হয় এখনো তেমন কিছু হবে না' আরও যোগ করেন পেইন।
ভারত সফরের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। যদিও সেটা বাতিল হয়ে গেছে। করোনা মহামারিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের বিপক্ষেই প্রথমবারের মতো নিজেদের মাটিতে মাঠে নামার কথা অস্ট্রেলিয়ার।
এদিকে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে আসলেও উইকেট রক্ষকের দায়িত্ব ছাড়তে চান না পেইন। বরং উইকেটের পেছনে থাকাটাই শরীরের জন্য ভালো বলে মনে করেন অজি দলপতি। পেইন বলেন, 'আমার মনে হয়, আমি উইকেট কিপিং যত করতে পারবো। আমার শরীর ততোই ভালো অনুভব করবে।'