সেনাবাহিনীতে মেজর পদে থিসারা-চান্দিমাল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেজর হিসেবে শ্রীলঙ্কার সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশটির ক্রিকেটার থিসারা পেরেরা এবং দীনেশ চান্দিমাল। শ্রীলঙ্কার সামরিক দিবসের (১০ অক্টোবর) আগে এই সম্মানে ভূষিত হলেন লঙ্কান দুই অভিজ্ঞ খেলোয়াড়।
আজ সকালে শ্রীলঙ্কার আর্মি কমান্ডারের অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে থিসারা এবং চান্দিমালকে মেজর হিসেবে ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেনেন্ট জেনারেল শাভেন্দ্রা সিলভা।

বর্তমানে গাজাবা রেজিমেন্টের কর্নেল হিসেবে দায়িত্ব পালন করছেন এই সেনা কর্মকর্তা। এই অনুষ্ঠানে সিলভা ছাড়া আরো উপস্থিত ছিলেন মেজর জেনারেল রুয়ান ওয়ানিগাসুরিয়া এবং মেজর জেনারেল লক্ষ্মণ ফার্নান্দো।
অনুষ্ঠানটিতে থিসারা ও চান্দিমালের কাঁধে মেজরের ব্যাজ পড়িয়ে দেন সিলভা। একই সঙ্গে তাঁদেরকে অভিনন্দন জানান তিনি। মূলত গাজাবা রেজিমেন্টের জন্য মেজর হিসেবে মনোনীত হন থিসারা পেরেরা। এই অঞ্চলে ক্রিকেটের উন্নয়নের জন্য এই সম্মান দেয়া হয়েছে তাঁকে।
অপরদিকে প্রথম দিবা রাত্রির টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেয়া চান্দিমালকে নিযুক্ত করা হয়েছে শ্রীলঙ্কা আর্মি অর্ডন্যান্স কর্পস (এসএলএওসি) রেজিমেন্টে।
শ্রীলঙ্কা ক্রিকেট দলের অন্যতম সেরা দুই খেলোয়াড় থিসারা ও চান্দিমাল। দেশের হয়ে ৬টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৮১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অলরাউন্ডার থিসারা।
ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা পালন করেছেন থিসারা। আর উইকেটরক্ষক ব্যাটসম্যান চান্দিমাল ৫৭টি টেস্ট, ১৪৬টি ওয়ানডে এবং ৫৪ টি-টোয়েন্টি খেলেছেন দেশের হয়ে।