টেস্ট খেলতে চান রশিদ, তবে....

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে আবু ধাবিতে টেস্ট অভিষেক হয়েছিল আদিল রশিদের। কিন্তু ইংল্যান্ডের অন্যতম সেরা লেগ স্পিনার এই ফরম্যাটে তেমন নিয়মিত হতে পারেননি। এখন পর্যন্ত মাত্র ১৯টি টেস্ট খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর।
মূলত দীর্ঘ দিন ধরে কাঁধের ইনজুরিতে ভোগার কারণে টেস্টে ক্যারিয়ার লম্বা করতে পারেননি ৩২ বছর বয়সী রশিদ। পুরনো সেই ইনজুরি কখন মাথাচাড়া দিয়ে ওঠে সেই শঙ্কাতেই দিনাতিপাত করতে হয় তাঁকে প্রতিনিয়ত। তবে অভিজ্ঞ এই স্পিনার ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকে খেলতে চান এখনও। এই বিষয়ে প্রধান কোচ ক্রিস সিলভারউডের সঙ্গেও কথা বলেছেন তিনি।

নিজের টেস্ট ভবিষ্যৎ নিয়ে রশিদ বলেছেন, 'ক্রিস সিলভারউডের সঙ্গে আমি কথা বলেছি আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। খেলার প্রতি আমার অনুভূতি এবং টেস্ট খেলার সম্ভাবনা নিয়েও আলাপ হয়েছে তাঁর সঙ্গে।'
টেস্ট খেলার সমস্যাগুলোও তুলে ধরেছেন রশিদ। ১২ মাসের বেশি সময় কাঁধের ইনজুরিতে ভোগা এই স্পিনার দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে অনুপস্থিত থাকায় আগের চেয়ে কিছুটা সুস্থ রয়েছেন। ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত পেতে হলে কি করতে হবে সেটিও জানা রয়েছে তাঁর।
তাই রশিদ বলেন, 'আমি অনেক সৎ ছিলাম এবং বলেছিলাম যে টেস্ট ক্রিকেট খেলার ক্ষেত্রে অনেক সুবিধা-অসুবিধা রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো আমার কাঁধের ইনজুরি যেটা ১২ মাসের বেশি সময় ধরে আমাকে ভোগাচ্ছে। আমাকে সাবধান থাকতে হবে এবং একমাত্র আমিই জানি ইনজুরি ঠিক করতে হলে আমাকে কিসের মধ্য দিয়ে যেতে হবে। টেস্ট ক্রিকেট না খেলায় গত ছয়-সাত মাসে আমি আমার কা??ধের ইনজুরি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি।'
নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ইংলিশ এই তারকা লেগ স্পিনার। সেকারণেই আগামী পদক্ষেপ বুঝে শুনে নেয়ার পক্ষপাতী তিনি। রশিদের ভাষায়, 'বড় প্রশ্ন হলো আমার কাঁধ কি আবারো লাল বলের ক্রিকেটের ধকল সামলাতে পারবে কিনা। একই সঙ্গে সংক্ষিপ্ত ফরম্যাটে আমি আমার বোলিংয়ের ছন্দ ধরে রাখতে পারবো কিনা সেটাও বুঝতে হবে। এটা নিয়ে আমাকে ভাবতে হবে এবং এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যেন পরবর্তীতে আমি সেটা নিয়ে আফসোস না করি।'