মুরালির বায়োপিক থেকে সরে দাঁড়ালেন সেতুপতি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কা তথা গোটা ক্রিকেট বিশ্বের কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিকও তিনি। তাঁর এই অসামান্য অর্জন নিয়েই নির্মিত হওয়ার কথা ছিল বায়োপিক।
এই বায়োপিকে অভিনয় করার কথা ছিল তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির। কিন্তু স্বয়ং মুরালিধরনের অনুরোধে এই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সেতুপতি। ছবিটি করার মাধ্যমে সেতুপতির ক্যারিয়ারের ক্ষতি হতে পারে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন লঙ্কান কিংবদন্তী।

প্রোজেক্টটি বাতিল করার আহ্বান জানিয়ে মুরালিধরন লিখেছেন, 'আমি এই বিবৃতি দিচ্ছি কারণ আমার বায়োপিক ৮০০ নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে। কিছু ভুল ধারণার কারণে কতিপয় মানুষ বিজয় সেতুপতিকে ৮০০ সিনেমাটি থেকে সরে আসতে বলছে। আমি চাই না তামিলনাড়ুর অন্যতম সেরা অভিনেতাকে কোনো সমস্যায় পড়তে হয়। তাই আমি তাঁকে অনুরোধ করেছি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়াতে। এই সিনেমার জন্য ভবিষ্যতে যেন কোনো প্রকার বাঁধা বিপত্তি যেন না আসে বিজয় সেতুপতির ক্যারিয়ারে।'
নিজের ক্রিকেট ক্যারিয়ারে নানা বাঁধা বিপত্তির সম্মুখীন হয়েছেন মুরালিধরন। বোলিং অ্যাকশন নিয়ে বারংবার বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে তাঁকে। কিন্তু সকল বাঁধা অতিক্রম করে দিন শেষে সফলতার উচ্চ শিখরে আরোহণ করেছেন তিনি। সেতুপতিকে দেয়া বিবৃতিতে সেটাই মনে করিয়ে দিয়েছেন এই টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা এই স্পিনার।
মুরালিধরন লিখেছেন, 'আমি কখনো বাঁধা বিপত্তির জন্য ক্লান্ত হইনা। আমি বর্তমান অবস্থানে এসেছি শুধুমাত্র বাঁধা অতিক্রম করেই। আমি এই বায়োপিকটিতে সমর্থন দিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম এই সিনেমাটি তরুণ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে এবং উদবুব্ধ করবে। আমি নিশ্চিত যে পরিচালকেরা এই সমস্যাগুলো দূর করতে পারবে। তারা আমাকে কথা দিয়েছে যে দ্রুতই এই ব্যাপারে ঘোষণা দেয়া হবে। আমি তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি। আমি আন্তরিকভাবে গণমাধ্যম, রাজনীতিবিদ, বিজয় সেতুপতির সমর্থক এবং বিশেষ করে তামিলনাড়ুর জনগণদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এই পরিস্থিতিতে সমর্থন দিয়েছেন।'
গত ১৩ অক্টোবর মুরালিধরনের বায়োপিকের পোস্টার প্রকাশ করা হয়। কিন্তু পোস্টারটি প্রকাশ্যে আসার পর থেকেই সমালোচনার ঝড় শুরু হয়। কারণ শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিল হত্যার স্বপক্ষে নাকি এর আগে মন্তব্য করেছিলেন মুরালিধরন। সেই প্রেক্ষিতেই তাঁর বায়োপিক বয়কট করার ঘোষণা দেয় অনেক দর্শক। একই সঙ্গে এই ছবির মূল নায়ক বিজয় সেতুপতিরও তুমুল সমালোচনা করা হয়। অবশেষে এত বিতর্ক পেছনে ফেলে সিনেমাটি থেকে সরে আসতে সেতুপতিকে অনুরোধ করলেন মুরালি।