ক্রিকেটের প্রথম করোনা বদলি নিউজিল্যান্ডের ক্রিকেটার

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে গড়িয়েছিল করোনা পরবর্তী ক্রিকেট। যার ভেতর একটি ছিল করোনা বদলি। নতুন এই নিয়মানুসারে দলের কোনো ক্রিকেটার খেলা চলাকালীন করোনায় আক্রান্ত হলে তাঁর বদলি হিসেবে আরেকজন খেলোয়াড়কে নামাতে পারবে সেই দল।
আর এই করোনা বদলি প্রথম খেলোয়াড় হিসেবে মাঠে নামতে যাচ্ছেন নিউজিল্যান্ডের অকল্যান্ডের পেসার বেন লিস্টার। নিউজিল্যান্ডের ঘরোনা লিগ প্ল্যাঙ্কেট শিল্ডের দল অকল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যানের বদলি হিসেবে দলে ডাক পড়েছে তাঁর।

সোমবার (১৯ অক্টোবর) থেকেই অসুস্থ্য বোধ করছিলেন চ্যাপম্যান। করোনা পরীক্ষা করানোর পর ম্যাচ শুরুর আগে লিস্টারকে তাঁর বদলি হিসেবে ঘোষণা দেয়া হয়।
যদিও এখনও চ্যাপম্যানের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। করোনা নেতিবাচক হলে দলের সঙ্গে যোগ দিতে পারবেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এ প্রসঙ্গে বলেন, 'আজ সকাল পর্যন্ত আমি জানতাম না যে মার্ক চ্যাপম্যান অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কোভিড পরীক্ষা করিয়েছিলেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে, তিনি সঠিক সময়ে সঠিক কাজটি করেছেন।'
ওটোগোর বিপক্ষে প্রথম সেশনেই উইকেট তুলে নিয়েছেন লিস্টার। ১২ ওভারে ৪০ রানের খরচায় ১ উইকেট ঝুলিতে পুরেছেন এই পেসার।