ব্রাভোর ইনজুরিতে কপাল খুললো শেফার্ডের

ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসর থেকে হাঁটুর ইনজুরি বয়ে বেড়াচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কুঁচকির ইনজুরিতে পড়েছেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। যা তাঁকে ছিটকে দিয়েছে টুর্নামেন্ট থেকে।
আইপিএল থেকে ছিটকে যাবার সঙ্গে সঙ্গে তিনি ছিটকে গেছেন ওয়েস্ট ইন্ডিজের আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। ব্রাভোর ইনজুরিতে পড়ার কারণে নিউজিল্যান্ড সিরিজে তাঁর বদলি হিসেবে দলে ডাক পড়েছে ফাস্ট বোলার রোমারিও শেফার্ডের।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাবার বিষয়টি জানান খোদ ব্রাভো।

ব্রাভো বলেন, 'দুর্ভাগ্যক্রমে, শনিবার আমি সিএসকের হয়ে খেলতে গিয়ে যে চোঁটের মুখোমুখি হয়েছিলাম তা কেবল আমাকে আইপিএল থেকেই ছিটকে দেয়নি, নিউজিল্যান্ড সফর থেকেও ছিটকে দিয়েছে। আমি ত্রিনিদাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করছি যেখানে আমি আমার পুনর্বাসন এবং চিকিৎসা চালিয়ে যাব।'
প্রায় চার বছরের বিরতির পর অবসর ভেঙে চলতি বছরের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাভো। সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেছিলেন মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর করোনার প্রভাবে ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ায় আসন্ন নিউজিল্যান্ড সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল ক্যারিবীয়ান এই অলরাউন্ডারের।
এ প্রসঙ্গে ব্রাভো বলেন, 'আমি সত্যিই নিউজিল্যান্ড সফরের অপেক্ষায় ছিলাম কারণ গত মার্চ মাসে শ্রীলঙ্কায় শেষ বারের মতো জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছিলাম। এরপর অনেক মাস কেটে গেছে।'
এর আগে আইপিএলের শুরুর দিকে হাঁটুর ইনজুরির কারণে খেলা হয়নি ৩৭ বছর বয়সী ব্রাভোর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত আসর থেকে এই ইনজুরি বয়ে আনেন তিনি। এবার নতুন চোটে আইপিএলই শেষ হয়ে গেল এই ক্যারিবিয়ানের।
ছিটকে যাওয়ার আগে চেন্নাইয়ের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন ব্রাভো। যেখানে ৮.৫৭ ইকোনমি রেটে ৬ উইকেট শিকার করেন তিনি। তবে ব্যাট হাতে মাত্র দুই বার নামার সুযোগ পান এই অলরাউন্ডার। যেখানে তাঁর ব্যাট থেকে এসেছেন ৭ রান।
আগামী নভেম্বরে দুইটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজটি।