ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোয়ারেন্টাইন জটিলতায় কুইন্সল্যান্ড স্বাস্থ্য বিভাগের সঙ্গে বনিবনা হচ্ছিল না ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। সেখানে গিয়ে কোথায় কোয়ারেন্টাইন পালন করবেন বিরাট কোহলিরা, এমন নিশ্চিয়তা দিতে পারছিল না সিএ।
কুইন্সল্যান্ডের সিদ্ধান্তের জন্য প্রায় পাঁচ সপ্তাহ অপেক্ষা করেও চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি সিএর কর্মকর্তারা। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহেই আসন্ন সিরিজের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সিডনিতে আয়োজনের জন্য প্রস্তাব দিয়েছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের চেয়ারম্যান টনি শেফার্ড।

এর পরপরই নিউ সাউথ ওয়েলসকে আবেদন জমা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যেই নিউ সাউথ ওয়েলসের সবুজ সংকেত পেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমনকি কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুশীলনও করতে পারবেন বিরাট কোহলিরা।
চলমান আইপিএল শেষেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে, সীমিত ওভারের ক্রিকেট দিয়ে শুরু হবে এই দুই দলের লড়াই। এরপর চার ম্যাচের টেস্ট সিরিজ লড়বে কোহলি-টিম পেইনরা।
সীমিত ওভারের ক্রিকেটের জন্য শুরুতে কুইন্সল্যান্ডকে ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে স্বাস্থ্য বিভাগের সাথে বনিবনা না হওয়ায় ভেন্যু হিসেবে সিডনিকে চূড়ান্ত করা হয়। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
যেখানে ৬ ম্যাচের চারটি অনুষ্ঠিত হবে সিডনিতে। আর বাকি দুই ম্যাচ হবে ক্যানবেরাতে। ২৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, তারপর টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ৮ ডিসেম্বর।
সীমিত ওভারের সিরিজ শেষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে এই দুই দল। ১৭ নভেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হতে পারে সিরিজের প্রথম টেস্ট। ১৫ জানুয়ারি ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট।